ভারতে লঞ্চ হল Samsung Galaxy F54 5G, পাওয়া যাবে 108MP Camera এবং 6,000mAh Battery

Highlights

  • এতে আছে 8GB RAM এবং 256GB Memory।
  • এই ফোনের দাম 29,999 টাকা।
  • এই ফোনটি Exynos 1380 চিপসেটে রান করে।

গতকাল ভারতে Samsung Galaxy F54 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনের 5G ব্যান্ডগুলি Jio এবং Airtel উভয় নেটওয়ার্কে কাজ করতে সক্ষম। শক্তিশালী ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরাসহ এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy F54 5G এর দাম এবং সেল

ভারতে Samsung Galaxy F54 5G ফোনটি 8GB RAM এবং 256GB Memory এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 29,999 টাকা রাখা হয়েছে। গ্যালাক্সি এফ54 5জি ফোনটি Meteor Blue এবং Stardust Silver কালার অপশনে শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানির পক্ষ থেকে ফোনটির কেনাকাটায় 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ফলে ফোনটি কেনার জন্য খরচ হবে 27,999 টাকা।

Samsung Galaxy F54 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • 6.7″ Super AMOLED+ Screen
  • Exynos 1380 Chipset
  • 108MP Rear Camera
  • 32MP Selfie Sensor
  • 25W 6,000mAh Battery

স্ক্রিন: গ্যালাক্সি এফ54 5জিতে সুপার এমোলেড+ প্যানেল দিয়ে তৈরি 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আরও পড়ুন: 6 মাসের জন্য ফ্রি পাবেন JioCinema Premium সাবস্ক্রিপশন! জেনে নিন ডিটেইলস

প্রসেসর: Galaxy F54 5G ফোনটি স্যামসাঙের নিজস্ব 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এক্সিনস 1380 অক্টাকোর প্রসেসরে রান করে। এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআই 5.1 যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং ওআইএস ফিচার সাপোর্টেড 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। ের সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: জেনে নিন Jio এবং Airtel থেকে ভিডিও কল করার সহজ পদ্ধতি

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy F54 5G ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এফ54 5জিতে 6000mAh এর দুর্দান্ত ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য কোম্পানির পক্ষ থেকে এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 49 টাকার সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এল Airtel, পাবেন এইসব সুবিধা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here