4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi Note 8T, সামনে এল ফোনের রিয়েল ফোটো

চীনের টেক কোম্পানি Xiaomi এর “রেডমি নোট” সিরিজে লঞ্চ হ‌ওয়া নতুন স্মার্টফোন Redmi Note 8 Pro এবং Redmi Note 8 স্মার্টফোন ভারতীয় বাজারে যথেষ্ট হিট হয়েছে। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা প্রথম স্মার্টফোন যা 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে একটি নতুন স্মার্টফোন Redmi Note 8T লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে একটি লিকে Redmi Note 8T ফোনটির ব‍্যাক প‍্যানেলের ফোটো দেখা গেছিল। এবার ইন্টারনেটে Redmi Note 8T এর রিয়েল ইমেজ ভাইরাল হয়ে গেছে। 

আরও পড়ুন : Motorola লঞ্চ করল অত্যন্ত সস্তা স্মার্টফোন Moto E6 Play

Redmi Note 8T এর এই নতুন লিকে ফোনটির রিয়েল ফোটো শেয়ার করা হয়েছে। ভারতীয় টিপস্টারের পক্ষ থেকে শেয়ার করা এই ফোটোয় Redmi Note 8T এর রিয়েল ইমেজ দেখানো হয়েছে। ফোটোয় ফোনটির ডিসপ্লেতে স্কিনগার্ড লাগানো আছে এবং এতে ফোনটির স্পেসিফিকেশন লেখা আছে। এই নতুন লিক সামনে আসার পর একদিকে যেমন এটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বাজারে Redmi Note 8T ফোনটি লঞ্চ করা হবে তেমনই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। 

Redmi Note 8T 

Redmi Note 8T এর এই নতুন ফোটো থেকে জানা গেছে রেডমি নোট সিরিজের এই আগামী স্মার্টফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এআই টেকনিকযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। Redmi Note 8T এর কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম‍্যাক্রো লেন্স থাকবে। শাওমি তাদের এই আগামী স্মার্টফোন 6.3 ইঞ্চির ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে এবং Redmi Note 8T ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক উভয় প‍্যানেল‌ই কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হবে। 

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Moto G8 Plus, দাম 13,999 টাকা

লিক হ‌ওয়া ফোটো অনুযায়ী Redmi Note 8T ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 এআইই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। Redmi Note 8T এ ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। এছাড়াও এই ফোনে এন‌এফসি ফিচার দেখা যাবে। 

ডিজাইন

Redmi Note 8T এর ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে “ইউ” শেপের নচ দেওয়া হবে। এক‌ই ভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ক‍্যামেরা সেট‌আপ ভার্টিক‍্যাল শেপে অবস্থিত এবং ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট থাকবে। Redmi Note 8T এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা Redmi Note 8 সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনে দেখা যায়নি। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের একদিকে স্পীকার এবং অন্য দিকে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী শাওমি তাদের এই আগামী স্মার্টফোন ব্ল‍্যাক, ব্লু এবং হোয়াইট এই তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে নিয়ে আসবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here