শাওমি বানালো পপ আপ ক‍্যামেরাওয়ালা ফোন, সামনে এল রেডমি প্রো 2 এর আসল ফোটো

শাওমি তাদের রেডমি সিরিজের নতুন ফোনের ওপর কাজ করছে যা রেডমি প্রো 2 নামে লঞ্চ করা হবে। কিছু দিন আগে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্ট দেখা যায় যেখানে রেডমি প্রো 2 এর একটি ফোটো ও কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়েছিল। এই পোস্ট থেকে জানা গেছে রেডমি প্রো 2 শাওমির পক্ষ থেকে পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে এবং এটি একটি হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে। এই লিকে ফোনটির কনসেপ্ট ইমেজ দেখানো হয়েছিল, এবার রেডমি প্রো 2 এর একটি নতুন লিক সামনে এসেছে যেখানে ফোনটির রিয়েল ইমেজ দেখানো হয়েছে।

শাওমি ফ‍্যানদের জন্য সুখবর : রেডমি গোর জন্য আর করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, শুরু হল ওপেন সেল

রেডমি প্রো 2 এর এই রিয়েল ইমেজ‌ও চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে শেয়ার করা হয়েছে। এই পোস্টে শেয়ার করা ফোটোয় এক ব‍্যাক্তি তার হাতে ফোনটি ধরে রয়েছেন, যার ওপরের প‍্যানেল ও ব‍্যাক প‍্যানেল দেখা যাচ্ছে। পোস্টে বলা হয়েছে এই ফোনটিই শাওমির আগামী স্মার্টফোন রেডমি প্রো 2। এই ফোটোয় ফোনের ওপরের প‍্যানেলে একটি পপ আপ ক‍্যামেরা দেখানো হয়েছে। এই পপ আপ ক‍্যামেরা ফোন বডির একদম মাঝখানে দেওয়া হয়েছে। তবে আগে লিক হ‌ওয়া ফোটোয় পপ আপ ক‍্যামেরা বডির ডানদিকে দেখা গেছিল।

ডিজাইন
রেডমি প্রো 2 এর লিক হ‌ওয়া ফোটোয় ফোনটি লাল রঙের দেখানো হয়েছে। ফোনের ওপরের প‍্যানেলে বডির মাঝখানে সেলফি ক‍্যামেরা বাইরে বেরিয়ে আছে। ফোনের ওপরের প‍্যানেলে পপ আপ ক‍্যামেরার দুদিকে অ্যান্টেনা ব‍্যান্ড ডিজাইন দেওয়া হয়েছে। রেডমি প্রো 2 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ডানদিকে এই সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেন্সর তিনটির ওপরে বা পাশে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়নি, ক‍্যামেরা সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ দেওয়া হতে পারে। এই ফোটোয় ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেখা যায়নি। মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

স্পেসিফিকেশন
রেডমি প্রো 2 এর কোনো স্পেসিফিকেশন এখনও অফিসিয়ালি জানা যায়নি তবে বিভিন্ন লিক দেখার পর মনে করা হচ্ছে ফোনটি শাওমি একটি হাইএন্ড ডিভাইস হিসেবে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করবে। লিকে বলা হয়েছে রেডমি প্রো 2 কোয়ালকমের সবচেয়ে নতুন ও শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এর সঙ্গে লঞ্চ করা হতে পারে। আরও বলা হয়েছে রেডমি প্রো 2 এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের একটি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের হতে পারে।

60 লক্ষ ইউজার যুক্ত হ‌ওয়ার খুশি উদযাপন করছে রিয়েলমি, 4 দিন কম দামে পাওয়া যাবে ফোন, সঙ্গে ফ্রি গিফ্ট

রেডমি প্রো 2 তে পপ আপ দেওয়ার কথা ঘোষণার পর স্পষ্ট বোঝা যাচ্ছে এতে কোনো নচ বা পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে না এবং ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। চিপসেট দেখে মনে করা হচ্ছে ফোনটি 6 জিবি বা 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এক‌ই ভাবে এতে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ‌ও থাকতে পারে।

শাওমি এখনও পর্যন্ত রেডমি প্রো 2 এর লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি। তবে এই নতুন ফোটো থেকে বোঝা যাচ্ছে রেডমি প্রো 2 তৈরি হয়ে গেছে এবং লঞ্চের জন্য প্রস্তুত। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি শাওমি ফোনটি লঞ্চ সম্পর্কে কোনো তথ্য দেবে এবং কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ‌ও করে দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here