32MP + 32MP দুটি Selfie Camera সহ লঞ্চ হল নতুন Xiaomi Smartphone, জেনে নিন বিস্তারিত

Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন গতকাল লঞ্চ হয়েছে। Xiaomi কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি চীনের বাজারে Civi 4 Pro নামে পেশ করা হয়েছে। প্রসেসরের পাশাপাশি এই ফোনের ক্যামেরা সেগমেন্টও যথেষ্ট স্তিসালি। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 2টি এবং পেছনে 3টি অর্থাৎ মোট 5টি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই পোস্টে Xiaomi Civi 4 Pro স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi Civi 4 Pro ফোনের ফটো

Xiaomi Civi 4 Pro ফোনের সেলফি ক্যামেরা

  • 32MP 78° beauty mirror camera (f/2.0)
  • 32MP 100° ultra-wide-angle camera (f/2.4)

কোম্পানি Xiaomi Civi 4 Pro ফোনে দুটি সেলফি ক্যামেরা যোগ করেছে। এতে 32 মেগাপিক্সেল 78° beauty mirror lens প্রাইমারি সেন্সর রয়েছে। এই সেন্সর 26mm focal length, f/2.0 aperture, 1.6μm pixels, 2X portrait close-up সাপোর্ট করে।

ফ্রন্ট প্যানেলের সেকেন্ডারি সেন্সরটি 100° fov ও f/2.4 aperture সহ EIS সাপোর্টেড 32 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Xiaomi Civi 4 Pro ফোনের সেলফি ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং, slow motion, Portrait mode এবং AI smart beauty ফিচার সাপোর্ট করে।

Xiaomi Civi 4 Pro ফোনের স্পেসিফিকেশন

  • 50MP+50MP+12MP Rear Camera
  • 6.55″ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 8s Gen 3
  • 16GB RAM + 512GB Storage
  • 67W 4,700mAh Battery

রেয়ার ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.63 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/1.98 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ডিসপ্লে: Xiaomi Civi 4 Pro ফোনে 2750 x 1236 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির এমোলেড প্যানেল যোগ করা হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে, এর সঙ্গে এই স্ক্রিনে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়া হয়েছে।

প্রসেসর: এই ফত্নি বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ 4,700 এমএএইচ ব্যাটারি রয়েছে।

Xiaomi Civi 4 Pro ফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage = 2999 yuan (প্রায় 35,000 টাকা)
  • 12GB RAM + 512GB Storage = 3299 yuan (প্রায় 38,500 টাকা)
  • 16GB RAM + 512GB Storage = 3599 yuan (প্রায় 42,000 টাকা)

চীনে এই ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage রয়েছে এবং দ্বিতীয় মডেলে 12GB RAM + 512GB Storage দেওয়া হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 2999 yuan এবং 3299 yuan যা ভারতীয় টাকার দরে প্রায় 35,000 টাকা এবং 38,500 টাকার কাছাকাছি। একইভাবে এই ফোনের টপ মডেল 16GB RAM + 512GB Storage সহ 3599 yuan অর্থাৎ প্রায় 42,000 টাকা দামে পেশ করা হয়েছে। চীনে এই ফোনটি Spring Wild Green, Soft Mist Pink, Breeze Blue এবং Starry Black কালারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here