এক্সক্লুসিভ : Vivo Y12 এই মাসেই ভারতে লঞ্চ হবে, জেনে নিন দাম

কিছু দিন আগে আমরা Vivo Y15 ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম। এবার রিটেইল সোর্স থেকে 91মোবাইলসের নতুন তথ্য অনুযায়ী কোম্পানি নতুন লাইন‌আপের স্মার্টফোন Vivo Y12 ভারতে লঞ্চ করার প্ল‍্যান করছে। কোম্পানি Vivo Y12 ও Vivo Y15 ফোনদুটি এই মাসেই ভারতে লঞ্চ করা হতে পারে।

7 Pro কে টক্কর দিতে এলো Asus Zenfone 6, এতে আছে 48 মেগাপিক্সেল ফ্লিপ ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারী

আপাতত লঞ্চের তারিখ জানা যায়নি। মনে করা হচ্ছে Vivo Y12 এর দাম আনুমানিক 12,000 টাকার আশেপাশে হবে। এবং Vivo Y15 এর দাম 14,990 টাকার কাছাকাছি হতে পারে।

আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে Vivo Y15 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। প্রসঙ্গত কোম্পানি তাদের Vivo Y17 ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপের ব‍্যবহার করেছিল। এই ফোনটির দাম 17,990 টাকা।

শাওমির 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন 20 মে ভারতে হবে লঞ্চ, এতে থাকবে দুর্দান্ত ফিচার

সামনে আসা তথ্য অনুযায়ী কোম্পানি তাদের Vivo Y91 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করে দিয়েছে। এই নতুন ফোনটির দাম 9,990 টাকা রাখা হয়েছে এবং এই ফোনটি সমস্ত রিটেইল স্টোরে বিক্রি করা হচ্ছে। Vivo Y91 ফোনটি কোম্পানি এবছরের শুরুতে 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করেছিল, যার দাম 8,990 টাকা। কিছু দিন আগে ফোনটির দাম কমানো হয়েছে।

চলে এলো Oppo A3s এর সবচেয়ে শক্তিশালী ভেরিয়েন্ট, দাম মাত্র 10 হাজার টাকার‌ও কম

আবার অন‍্যদিকে কোম্পানি আবার তাদের Vivo Y71 ফোনটির সেল শুরু করেছে। কিছু আগে এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল। এই ফোনটি 6,990 টাকা দামে বেচা হচ্ছে। তবে ফোনটি 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এতে 5.99 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, স্ন‍্যাপড্রাগন 425 এস‌ওসি ও 3,360 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

এই খবরটি হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here