90KM রেঞ্জসহ লঞ্চ হল নতুন ইলেকট্রিক সাইকেল Firefox Urban Eco, অ্যাপের মাধ্যমেই হবে কন্ট্রোল

আমেরিকার সাইকেল নির্মাণকারী কোম্পানি Firefox ভারতীয় বাজারে তাদের প্রথম অ্যাপ কন্ট্রোল ইলেকট্রিক সাইকেল Firefox Urban Eco লঞ্চ করেছে। এই ব্যাটারিচালিত সাইকেলটি জার্মান টেকনোলজি ব্যাবহার করে তৈরি করা হয়েছে। এই সাইকেলটি Firefox Fitt অ্যাপের মাধ্যমে কন্ট্রোলও করা যায়। কোম্পানির পক্ষ থেকে এই সাইকেল গ্রে কালারে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 74,999 টাকা। গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইট বা পেটিএমের মাধ্যমে এই সাইকেল বুক করতে পারবেন। নিচে এই সাইকেলের সমস্ত ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চ হল ভারতের সবথেকে শক্তিশালী প্রসেসর সহ স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন 

অ্যাপের মাধ্যমে কন্ট্রোল

সাইকেলের ইউজাররা Fitt অ্যাপের মাধ্যমে স্পীড, কতদূর সাইকেল চালানো হয়েছে, কতটা ক্যালোরি বার্ন হয়েছে এবং নিজের হার্ট রেট ট্র্যাক করতে পারবেন। যার ফলে তাদের ওয়ার্কআউট এবং রাইডিং স্টাইলিং সম্পর্কে বিশদে জানতে পারবেন। এছাড়া এলাকার ওপর ভিত্তি করে ইউজাররা পাঁচটি প্যাডেল অ্যাসিস্ট মোডের মধ্যে থেকে সিলেক্ট করা যাবে। এর ফলে পরিস্থিতি অনুযায়ী যেমন প্যাডেল ইনপুট আরও ভালোভাবে কন্ট্রোল করা যায় তেমনই রাইডের ওপর ভিত্তি করে মোটর সিলেক্ট করতে সাহায্য করে।

বিশেষ ডিজাইন

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সাইকেলের ডিজাইন এবং ফিচার ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে। এছাড়া এই সাইকেলে অ্যারগনোমিক গ্রিপ, হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল পাওয়ার বাটনযুক্ত ফ্ল্যাট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! মাত্র 61 টাকার রিচার্জ করে পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটা

রেঞ্জ এবং টপ স্পীড

Firefox Urban Eco সাইকেলে কোম্পানি 10Ah ব্যাটারি যোগ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সাইকেল প্যাডেলড মোডে 90KM পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া এই সাইকেলের টপ স্পীড 25km/hr । মাত্র 5 ঘন্টার মধ্যে এই সাইকেল ফুল চার্জ হয়ে যায়।

ভারতে এই সাইকেলটিকে আগে থেকেই মার্কেটে উপস্থিত Hero Lectro Electric C6, Toutche Electric Heileo M100 প্রভৃতি সাইকেলের সঙ্গে নিশ্চিতভাবে কড়া প্রতিযোগিতায় নামতে হবে। এছাড়া Firefox Urban Eco সাইকেলটি ডিজাইন এবং ফিচারের দিক থেকে যথেষ্ট সুন্দর। আরও পড়ুন: আগামীকাল তুলকালাম করতে বাজারে আসছে Tata Safari এবং Harrier electric SUV, টিজ করল কোম্পানি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here