ব্লুটুথ কলিংসহ লঞ্চ হল Gizmore Curve স্মার্টওয়াচ, প্রথম সেলে পাওয়া যাবে মাত্র 1299 টাকার বিনিময়ে

Highlights

  • Gizmore Curve ওয়াচে 1.39-ইঞ্চির গোল ডিসপ্লে আছে।
  • এতে হার্ট রেট এবং SpO2 সেন্সর দেওয়া হয়েছে।
  • এই লেটেস্ট ওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট করে।

ভারতীয় ব্র্যান্ড Gizmore গতকাল মার্কেটে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। কোম্পানির এই লেটেস্ট ওয়াচটি Gizmore Curve নামে পেশ করা হয়েছে। অত্যন্ত অ্যাফোর্ডেবল নামের এই ওয়াচটি গোল ডায়াল ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ব্লুটুথ কলিং ফিচারসহ এই গিজমোর ওয়াচ চারটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Gizmore Curve ওয়াচের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল Xiaomi 13 Ultra স্মার্টফোন, 16GB RAM এর সঙ্গে এতে আছে 4টি 50 Megapixel ক্যামেরা

Gizmore Curve এর দাম

ভারতে Gizmore Curve ওয়াচ 1,699 টাকা দামে পেশ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে শপিং সাইট ফ্লিপকার্টে এই ওয়াচ মাত্র 1,299 টাকা দামে বেচা হচ্ছে।

Gizmore Curve এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: Gizmore Curve স্মার্টওয়াচে 1.39-ইঞ্চির সার্কুলার ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 360 x 360 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড LCD প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এটি 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ওয়াচে LCD ডিসপ্লে দেওয়া হলেও কোম্পানির পক্ষ থেকে এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ওয়াচের পীক ব্রাইটনেস 500 নিটস। আরও পড়ুন: মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 50MP Camera এবং 8GB+8GB RAM সহ itel S23 স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস

হেল্থ সেন্সর: গিজমোরের এই ওয়াচে অপটিক্যাল হার্ট রেট সেন্সরের সঙ্গে রক্তের অক্সিজেন লেভেল মনিটর করার জন্য SpO2 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও ওয়াচে ক্যালোরি কাউন্টার, স্লিপ ট্র্যাকিং, হাইড্রেশন অ্যালার্ট, এবং ব্রিদিং গাইড মোডের মতো কিছু সুন্দর এবং প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড হেল্থ ফিচার রয়েছে।

কানেক্টিভিটি এবং ব্যাটারি: গিজমোরের এই ওয়াচে Bluetooth 5.0 দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনে কানেক্ট করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ওয়াচের ব্যাটারি একবার ফুল চার্জ করলে 15 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। আরও পড়ুন: অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস

কলিং এবং অন্যান্য ফিচার: Gizmore Curve স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার দেওয়া হয়েছে। ব্লুটুথ কানেক্ট হলে এই ওয়াচের মাধ্যমে কল রিসিভ এবং কল করা যায়। এছাড়াও এই ওয়াচে বিল্ট ইন ক্যালকুলেটর, ফিটনেস ট্র্যাকিং ফিচার, অ্যাপ নোটিফিকেশন, ওয়েদার, অ্যালার্ম এবং অন্যান্য বেশ কিছু প্রয়োজনীয় ফিচার রয়েছে।

গিজমোরের এই ওয়াচে IP68 রেটিং দেওয়া হয়েছে জার ফলে এটি জল এবং ধুলোর হাত থেকে রক্ষা পাবে। কোম্পানির পক্ষ থেকে এই ওয়াচ ব্ল্যাক, গ্রে, পিঙ্ক এবং গ্রীন কালারে পেশ করা হয়েছে। এতে সিলিকন স্ট্র্যাপ যোগ করা হয়েছে। আরও পড়ুন: মোবাইল থেকে ভিডিও বানাতে চান? জেনে নিন সেরা 5টি ভিডিও এডিটিং অ্যাপের ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here