আপনার আধার কার্ড দিয়ে কতগুলি মোবাইল নাম্বার রেজিস্টার আছে, জেনে নিন সেটি সহজেই

আমরা সবাই জানি যে নতুন মোবাইল নাম্বার নেওয়ার জন্য আধার কার্ড একটি প্রয়োজনীয় ডকুমেন্ট। সরকার মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করা জরুরী করে দিয়েছে। আপনি কি জানেন যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি মোবাইল নাম্বার যুক্ত। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) এর নতুন ওয়েব পোর্টালের সাহায্যে এটি সহজেই জানা যাবে। DoT এর নতুন পোর্টাল Telecom Analytics for Fraud Management & Consumer Protection বা TAFCOP থেকে ইউজাররা তাদের পব ফোন নাম্বার সম্পর্কে জানতে পারবে যা তাদের আধার নাম্বারের সাথে লিঙ্কড। এখানে আমরা আপনাকে বলবো যে কিভাবে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে কতগুলি নাম্বার রেজিস্টার করা আছে।

আধার কার্ডের সাথে রেজিস্টার সিম কিভাবে চেক করবেন?

Telecom Analytics for Fraud Management & Consumer Protection (TAFCOP) এর নতুন ওয়েবসাইট থেকে এটি জানা যাবে যে আপনার আধার কার্ড দিয়ে কতগুলি মোবাইল নাম্বার যুক্ত আছে। আপাতত এই পরিষেবাটি তেলাঙ্গানা আর অন্ধপ্রদেশ সার্কেলে‌র জন্য উপলব্ধ। আগামী দিনে দেশের অন‍্যান‍্য রাজ‍্যের জন‍্যেও শুরু হয়ে যাবে। যদি আপনি এই দুটি রাজ‍্যে থাকেন তাহলে আমরা আপনাকে এখানে বলবো যে কিভাবে আপনি আপনার আধার কার্ডে রেজিস্টার সব সিম কার্ড সম্পর্কে জানতে পারবেন।

  • সবার আগে tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইটে যান। আপনি এই লিঙ্কে ক্লিক করতে পারেন।
  • এখানে আপনাকে নিজের মোবাইল নাম্বার অ্যাড করে OTP এর জন্য রিকোয়েস্ট করতে হবে।
  • বক্সে OTP দেওয়ার পরে সাবমিটে ক্লিক করুন।
  • এখানে আপনি আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার সব মোবাইল নাম্বার দেখতে পাবেন।

আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার কিভাবে বন্ধ করবেন

এই লিস্টে যদি কোনো এরকম নাম্বার থাকে যেটি আপনি ব‍্যবহার করছেন না অথবা আপনার কাছে নেই, তাহলে আপনি পোর্টালে নাম্বারটিকে বন্ধ করার জন্য রিপোর্ট করতে পারবেন। এখানে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার বন্ধ করবেন।

  • সবার আগে TAFCOP এর ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের মোবাইল নাম্বার দিন আর OTP সাবমিট করুন।
  • OTP দিলেই আপনার মোবাইল নাম্বারের লিস্ট দেখতে পারবেন। এখানে আপনার প্রত‍্যেক মোবাইল নাম্বারে তিনটি অপশন ― ‘এটি আমার নাম্বার না’, ‘নাম্বার‌টির প্রয়োজন নেই’, আর ‘নাম্বার‌টির প্রয়োজন আছে’ দেখতে পাবেন।

এর মধ্যে থেকে যে নাম্বার‌টি আপনার না তাহলে তাতে ‘এটি আমার নাম্বার না’ তে ক্লিক করুন। যদি আপনি নাম্বার ব‍্যবহার করছেন তাহলে ‘নাম্বার‌টির প্রয়োজন আছে’ তে ক্লিক করুন।

একজন ইউজার কতগুলি মোবাইল নাম্বার রাখতে পারবে?

ওয়েবসাইটে‌র অনুযায়ী একজন ইউজার নিজের নামে নয়টি মোবাইল নাম্বার নিতে পারবে। ওয়েবসাইটে বলা হয়েছে যে যদি কোনো ইউজারের নামে নয়টির বেশি কানেকশন থাকে তাহলে তাকে SMS করে জানানো হবে। এর সাথেই ওয়েবসাইটে মোবাইল নাম্বার রিপোর্ট করার স্টেপ‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here