আধার কার্ডের সুরক্ষার জন্য অবশ্যই করুন এই কাজটি, জেনে নিন ডিটেইলস

ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি একটি ফটো যুক্ত পরিচয়পত্র, যেখানে ইউজারদের বায়োমেট্রিকের পাশাপাশি অন্যান্য অনেক তথ্য সেভ করা থাকে। ভারতে সরকারি প্রকল্পের জন্য Aadhaar Card অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এছাড়াও নতুন সিম কেনার জন্য হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা সম্পত্তি কেনার জন্য সব ক্ষেত্রেই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তবে আধার কার্ডের মাধ্যমে যেমন অনেক কাজ সহজেই হয়ে যায় ঠিক একইভাবে এর অপব্যবহারও কিন্তু শুরু হয়েছে, যার জেরে আধার কার্ড হোল্ডারদের সিকিউরিটি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। আরও পড়ুন: কোম্পানির লো বাজেট স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে Realme V30 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে এই সস্তা ফোনটির স্পেসিফিকেশন

আর সেইজন্যই আধার কার্ড প্রদানকারী কোম্পানি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), মানুষের কাছে আধার ডেটা সিকিওর করার জন্য ভার্চুয়াল আইডি এবং আধার কার্ড লক-আনলক সার্ভস পেশ করেছে। কিভাবে আপনারা এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল।

ভার্চুয়াল আধার আইডি

Virtual ID হল একটি অপশনাল আধার নম্বর। এটি একটি 16 সংখ্যার ভার্চুয়াল আইডি যা আধার নম্বর থেকে জেনারেট হয়। এটি আধার কার্ডের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ, এটি আধার ভেরিফিকেশন বা e- Kyc এর সময় করা যেতে পারে। আধার নম্বর থেকে আধার ভার্চুয়াল আইডি জেনারেট করা যেতে পারে কিন্তু আধার ভিআইডি থেকে আধার নম্বর ট্রেস করা যাবে না। আরও পড়ুন: জেনে নিন Android 13 এর কিছু টিপস এবং ট্রিকস, এই ফিচারগুলির সাহায্যে অনেক কাজ হয়ে যাবে সহজ

অনলাইনে আধার ভার্চুয়াল আইডি জেনারেট করার উপায়

স্টেপ 1: সবার প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট http://uidai.gov.in/ খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে আধার সার্ভিস সেকশন ‘ভার্চুয়াল আইডি (VID) জেনারেটর’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনি VID জেনারেশন পেজে পৌঁছে যাবেন।

স্টেপ 4: এখানে আপনাকে নতুন VID বা পুরানো VID অপশনটি বেছে নিতে হবে।

স্টেপ 5: এখন আপনাকে আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে। পাশাপাশি সিকিউরিটি কোড সাবমিট করে “Send OTP ” বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 6: আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP দিয়ে ‘Verify & Proceed বাটনে ক্লিক করুন।

স্টেপ 7: পরবর্তী পেজে আপনি আপনার 16 সংখ্যার ভার্চুয়াল আইডি দেখতে পাবেন। পাশাপাশি এই আইডিটি আপনাকে মেসেজেও পাঠানো হবে।

আধার লক পরিষেবা

UIDAI প্রত্যেক কার্ড হোল্ডারকে আধার লক করার সুবিধাও প্রদান করে। এর মাধ্যমে ইউজাররা আধার ডাটাবেসে তাদের বায়োমেট্রিক ডিটেইলস লক এবং আনলক করতে পারবেন। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে গেমের জন্য দুর্দান্ত ডিভাইস, জেনে নিন 12 লেয়ার কুলিং সিস্টেমসহ এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

আধার কার্ড লক-আনলক করার উপায়

স্টেপ 1: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।

স্টেপ 2: এখানে My Aadhaar-এ ক্লিক করুন এবং লগইন করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে সিকিউর বায়োমেট্রিক অপশনে ট্যাপ করতে হবে।

স্টেপ 4: এখানে আপনি বায়োমেট্রিক ডিটেইলস লক এবং আনলক করার অপশন পাবেন। এইভাবে আপনি আপনার আধার ডিটেইলস লক এবং আনলক করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here