Home খবর Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা

Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা

টেক কোম্পানি মোটোরোলা আজ তাদের নতুন স্মার্টফোনে Moto E6s পেশ করেছে। এই স্মার্টফোনের সঙ্গে সঙ্গে কোম্পানি Motorola TV ও পেশ করেছে। টিভির জন্য কোম্পানি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের সঙ্গে পার্টনারশিপ করেছে। 

22 বছর আগে হারিয়ে গেছিল এক ব‍্যাক্তি, খুঁজে দিল Google

Moto E6s ফোনটি ফোনটি বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টে দেখানো Motorola  E6 Plus ফোনটির ইন্ডিয়ান ভার্সন। কোম্পানি এই ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি আগামী 23 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে সেল করা হবে। এই ফোনটি রিচ ক্র‍্যানবেরী এবং পালিশড গ্ৰাফাইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Moto E6s ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটির বেজল‌ও যথেষ্ট পাতলা। Moto E6s এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটোরোলার ব্র‍্যান্ডিঙের মধ্যেই অবস্থিত। 

এই ফোনটি 6.1 ইঞ্চির ম‍্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 19.5:9। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

Moto E6s ফোনটিতে প্রসেসিঙের জন্য অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি22 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Moto E6s এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন