Olx ব‍্যবহার করলে সাবধান! প্রথমে 2000 টাকা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয় 50 হাজার টাকা, জেনে নিন পুরো ঘটনা

নেটফ্লিক্সে সাইবার ক্রাইমের ওপর তৈরি করা Jamtara ওয়েব সিরিজের “সবকা নাম্বার আয়েগা…” ডায়লগটি মনে আছে? এই সিরিজে দেখানো হয়েছিল কিভাবে এই ধরনের জোচ্চোররা বিভিন্ন টেকনোলজি ব‍্যবহার করে তাদের লক্ষ‍্য পূরণ করে। কিন্তু তাও সাধারণ মানুষ এদের খপ্পরে পড়ে যায় এবং মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা হারায়। আজকের দিনে দাঁড়িয়ে এই শ্রেণীর ঠগদের সাহস এতটাই বেড়ে গেছে যে কারোর তোয়াক্কা না করেই এরা প্রায় দিন নতুন নতুন উপায়ে সাধারণ মানুষের টাকা চুরি করে চলেছে। এবার দিল্লির ইঞ্জিনিয়ার রঞ্জীব সিংহ খোলেঁ-কে জোচ্চুরির শিকার হতে হয়েছে। নকল আর্মি অফিসার সেজে সাইবার ক্রিমিনালরা রঞ্জীবের 50 হাজার টাকা লুটে নিয়েছে।

কি ঘটেছে?

আমাদের দেওয়া সাক্ষাৎকারে রঞ্জীব জানিয়েছেন, তিনি একটি একটি বেড বেচার জন্য শপিং সাইট OLX এ বিজ্ঞাপন দিয়েছিলেন। এক ব‍্যাক্তি আগ্ৰহী হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে একজন সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়ে রঞ্জীবের বিশ্বাস অর্জন করেন। এরপর নিজের নাম অলোক কুমার বলে সেই ব‍্যাক্তি পরীক্ষা করার বাহানায় রঞ্জীবের অ্যাকাউন্টে অল্প টাকা ট্রান্সফার করেন। এরপর তিনি রঞ্জীবের ডিজিটাল পেমেন্ট অ্যাপ PhonePe তে একটি ম‍্যাসেজ পাঠিয়ে এতে ক্লিক করতে বলেন যাতে নির্দিষ্ট পরিমাণ টাকা সফলভাবে রঞ্জীবের অ্যাকাউন্টে জমা হয়।

কিন্তু ফলস্বরূপ রঞ্জীবের অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা চলে যায় নামধারী অলোকের কাছে। এরপর ঘাবড়ে গিয়ে রঞ্জীব অভিযোগ জানালে বলা হয় এমনটা ভুল করে হয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য তিনি আবার একটি ম‍্যাসেজ পাঠিয়ে সেটি ওপেন করতে বলেন। রঞ্জীব ম‍্যাসেজটি ওপেন করার পর আরও 25 হাজার টাকা কেটে যায়। অর্থাৎ দুই বার 25 হাজার টাকা করে রঞ্জীবের থেকে মোট 50,000 টাকা নিয়ে নেওয়া হয়।

কোনো লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয়েছে টাকা

সাধারণত এই ধরনের ঘটনায় দেখা যায় ফোনে একটি লিঙ্ক পাঠানো হয় এবং এতে ক্লিক করলে জোচ্চুরির শিকার হতে হয়। কিন্তু এবারের ঘটনা কিছুটা অন‍্য রকম, কারণ রঞ্জীবের কথা অনুযায়ী তাঁর ফোনপেতে কোনো লিঙ্ক আসেনি। তাকে +91 89484 76608 নাম্বার থেকে ফোনপেতে একটি ম‍্যাসেজ পাঠানো হয় এবং এতে ক্লিক করায় সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হয় টাকা।

পুলিশ এবং ব‍্যাঙ্কে অভিযোগ

জোচ্চুরির শিকার হ‌ওয়ার পর রঞ্জীব সময় নষ্ট না করে তাঁর এলাকার থানায় গিয়ে পুরো ঘটনা সম্পর্কে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ব‍্যাঙ্কে অভিযোগ জানানো হলে তাদের দিক থেকে ঘটনার তদন্ত শেষ হ‌ওয়া পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

OLX থেকে কোনো জিনিস কেনাবেচার সময় হয়ে যান সাবধান

জানিয়ে রাখি OLX এর নাম করে জোচ্চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও আর্মি অফিসারের পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা বহু বার ঘটে গেছে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ ওএল‌এক্সে কিছু বিক্রি বা কেনার সময় চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না।

Note: যে কোনো ধরনের অনলাইন জোচ্চুরির শিকার হলে এক মুহূর্ত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ নিজের এলাকার থানায় যোগাযোগ করুন এবং অকারণে কোনো অচেনা ব‍্যাক্তির সঙ্গে কখনোই নিজের অ্যাকাউন্ট ডিটেইলস শেয়ার করবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here