48 MP ক‍্যামেরা, 4160 mAh ব‍্যাটারী এবং 5G সাপোর্টের সঙ্গে লঞ্চ হল Mi 10 Lite, জেনে নিন দাম

Xiaomi এর পক্ষ থেকে আয়োজিত একটি অনলাইন ইভেন্টে Mi 10 Lite এর সঙ্গে সঙ্গে Mi 10 এবং Mi 10 Pro লঞ্চ করা হয়েছে। যদিও এর মধ্যে Mi 10 এবং Mi 10 Pro ফোনদুটি আগেই লঞ্চ করা হয়েছে। এই ফোন তিনটির মধ্যে Mi 10 Lite 5G একটি পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত নতুন স্মার্টফোন।

আরও পড়ুন: বাজার কাঁপাবে Huawei, লঞ্চ করল 8 জিবি র‍্যাম ও 8টি ক‍্যামেরাওয়ালা P40 Pro+ এবং P40 Pro

দাম ও সেল

কোম্পানি তাদের Mi 10 Lite 5G ফোনটি 349 ইউরো (প্রায় 29,200 টাকা) দামে পেশ করেছে। এই ফোনটি চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ইউরোপীয় মার্কেটে এই ফোনটি সেল করা হবে। তবে এখনও পর্যন্ত ভারতে Mi 10 Lite 5G এর সেল সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত জানিয়ে যাখি ভারতে 31 মার্চ Mi 10 লঞ্চ করার কথা ছিল। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন জারি করায় এই লঞ্চ স্থগিত রাখা হয়েছে, যাতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

আরও পড়ুন: 50 MP ক‍্যামেরা ও 8 GB RAM এর সঙ্গে লঞ্চ হল Huawei P40, ফিচার দেখে অবাক হতে হয়

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Mi 10 Lite 5G ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত 6.57 ইঞ্চির এমোলেড ট্রু কালার ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। তবে ফোনটির র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে LPDDR4X RAM ও UFS 2.1 স্টোরেজ থাকবে।

ফোটোগ্ৰাফির জন্য Mi 10 Lite 5G তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। তবে কোম্পানি অন‍্যান‍্য সেন্সরগুলি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানায়নি। কিন্তু এই ফোনে নাইট মোড 2.0, এআই ডায়নামিক স্কাইস্কেপিং ও ব্লি মোডের মতো ফিচার আছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লকডাউনের সময় বন্ধুদের সঙ্গে খেলার জন্য বেস্ট অনলাইন গেম

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Mi 10 Lite 5G তে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,160 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনে কুইক চার্জ 3.5 ফিচার দেওয়া হয়েছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here