ওপ্পো লঞ্চ করল ওয়াটারড্রপ ডিসপ্লেওয়ালা এ7এক্স, স্টাইলিশ ডিজাইনের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন

আজকেই ওপ্পো এ7এক্স সম্পর্কে আমাদের তরফ থেকে খবর দেওয়া হয় যেখানে ফোনটি সম্পর্কে একটি লিকের কথা উল্লেখ ছিল। লিক বেড়ানোর কিছুক্ষণ পরেই কোম্পানি ফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দেয়। ওপ্পো এ7এক্সের জন্য কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করেনি বরং কোম্পানি সরাসরি ফোনটি দামসহ অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে ফোনটি লঞ্চ করে দেয়। ওপ্পো তাদের অফিসিয়াল চীনা ওয়েবসাইটের মাধ্যমে ওপ্পো এ7এক্স টেক জগতে লঞ্চ করে। ফোনটির দাম 2,099 ইউয়ান রাখা হয়েছে অর্থাৎ প্রায় 22,000 টাকা এবং আগামী 14ই সেপ্টেম্বর থেকে ফোনটির চীনে সেল শুরু হবে।

ওপ্পো এ7এক্সের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই ফোনটিও ওপ্পো এফ9 এর মতোই “ভি” শেপের ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওপ্পো এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিও যুক্ত কালার ওএস 5.2 এর সঙ্গে পেশ করেছে এবং এটি 2.0 গিগাহার্টসের ক্লক স্পীড‌ওয়ালা প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে।

কোম্পানি ওপ্পো এ7এক্সে 4 জিবি র‍্যাম যোগ করেছে এবং এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি72 জিপিইউ সাপোর্ট করে। ফোটোর জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ও সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ওপ্পো এ7এক্সের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এটি একটি 4জি এলটিই ও বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,230 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ওপ্পোর এই নতুন ফোন স্টার পার্পল ও আইস ফ্লেম ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা প্রায় 22,000 টাকার বিনিময়ে চীনে সেল শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here