19শে জুন লঞ্চ হবে ফিউচারের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন “ফাইন্ড এক্স”, বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া

ওপ্পো কিছু দিন আগে ভারতসহ অন‍্যান‍্য দেশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানায় তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন “ফাইন্ড এক্স” খুব তাড়াতাড়ি টেক জগতে পা রাখতে চলেছে। কোম্পানি ফাইন্ড এক্সের প্রথম টিজার শাওমি মি 8 এক্সপ্লোরার এডিশন লঞ্চের পরেই পেশ করে। এবার কোম্পানি ফোনটির লঞ্চ ডেটও জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 19শে জুন ফাইন্ড এক্স টেক জগতে পৌঁছে যাবে।

কোম্পানি জানিয়েছে আগামী 19শে জুন প‍্যারিসে একটি আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চেই ওপ্পো ফাইন্ড এক্স লঞ্চ হবে। কোম্পানি এখনও পর্যন্ত ওপ্পোর ফাইন্ড এক্সের ফিচার বা স্পেসিফিকেশন জানায়নি। তবে ফোনটির কথা সামনে আসার পর থেকে এটা মনে করা হচ্ছে এই ফোনটি ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনের নতুন যুগের সূচনা করবে।

কোম্পানির তরফ থেকে ফাইন্ড এক্স সম্পর্কে পোস্ট করার সময় একে ফিউচারের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন বলা হয়েছে। শাওমি মি 8 এক্সপ্লোরার এডিশন লঞ্চের পরেই ফোনটির টিজার পেশ করা হয়েছে। ব‍্যাপারটিকে দুটি ফোনের প্রতিযোগিতার দিকে ইশারা করছে। শোনা যাচ্ছে ফোনটিতে মি 8 এক্সপ্লোরার এডিশনের মত আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যাপেল আইফোন 10 এর মত 3ডি ফেস রেকগনেশন ফিচার থাকতে পারে।

ফাইন্ড এক্স সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এতেও।নচ ডিসপ্লে দেখা যাবে। এতে 8 জিবি র‍্যাম এবং কোনো শক্তিশালী চিপসেট থাকতে পারে। ওপ্পো ফাইন্ড এক্সে 5এক্স জুম‌ওয়ালা ক‍্যামেরাসহ, 15 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাওয়া সুপার ফাস্ট ফ্ল‍্যাশ চার্জ টেকনিক এবং 5জি কানেক্টিভিটির মত অত‍্যাধুনিক এবং অ্যাডমিন ফিচার থাকার সম্ভাবনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here