বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে

Highlights

  • POCO F5 Pro স্মার্টফোনে 120Hz এমোলেড ডিসপ্লে রয়েছে।
  • এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • আপাতত ভারতে POCO F5 Pro লঞ্চ করা হয়নি।

আন্তর্জাতিক মার্কেটে POCO F5 এবং POCO F5 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে ভারতে শুধুমাত্র ভ্যানিলা মডেল পেশ করা হয়েছে। এর মধ্যে POCO F5 Pro ফোনটিকে Redmi K60 এর রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, পাঞ্চ হোল ডিসপ্লে, সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই পোস্টে POCO F5 Pro এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 19GB RAM এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল POCO F5 স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর দাম

  • 8GB/256GB মডেলের দাম 449 ডলার (প্রায় 36,852 টাকা)
  • 12GB/256GB মডেলের দাম 499 ডলার (প্রায় 41,000 টাকা)
  • 12GB/512GB মডেলের দাম 549 ডলার (প্রায় 45,064 টাকা)

নোট: আর্লি বার্ডের জন্য এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে $429 (প্রায় 35,300 টাকা), $449 (প্রায় 36,900 টাকা) এবং $499 (প্রায় 41,000 টাকা)।

ফোনটি Black এবং White কালারে সেল করা হবে। আজ অর্থাৎ 9 মে থেকেই গ্লোবাল মার্কেটে ফোনটির সেল শুরু হয়ে গেছে। আরও পড়ুন:15 মে ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO F5 Pro ফোনটিতে 6.67 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস, 1920 পিডব্লিউডি ডিমিং এবং 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর : এই নতুন POCO ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 SoC এবং গ্রাফিক্সের জন্য Adreno GP
  • RAM এবং স্টোরেজ: POCO F5 Pro ফোনটিতে 8GB/12GB RAM এবং 256GB/512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
    অপারেটিং সিস্টেম: POCO F5 Pro ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 কাস্টম স্কিনের সঙ্গে পেশ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO F5 Pro তে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 64MP প্রাইমারি OV64B সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ভারতে কি POCO F5 Pro লঞ্চ হবে?

ভারতে POCO F5 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে এই প্রসঙ্গে খবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলেই আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO A98 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here