Home খবর বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে

বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে

Highlights

আন্তর্জাতিক মার্কেটে POCO F5 এবং POCO F5 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে ভারতে শুধুমাত্র ভ্যানিলা মডেল পেশ করা হয়েছে। এর মধ্যে POCO F5 Pro ফোনটিকে Redmi K60 এর রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, পাঞ্চ হোল ডিসপ্লে, সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই পোস্টে POCO F5 Pro এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 19GB RAM এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল POCO F5 স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর দাম

নোট: আর্লি বার্ডের জন্য এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে $429 (প্রায় 35,300 টাকা), $449 (প্রায় 36,900 টাকা) এবং $499 (প্রায় 41,000 টাকা)।

ফোনটি Black এবং White কালারে সেল করা হবে। আজ অর্থাৎ 9 মে থেকেই গ্লোবাল মার্কেটে ফোনটির সেল শুরু হয়ে গেছে। আরও পড়ুন:15 মে ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর স্পেসিফিকেশন

ভারতে কি POCO F5 Pro লঞ্চ হবে?

ভারতে POCO F5 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে এই প্রসঙ্গে খবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলেই আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO A98 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন