Home পর্যালোচনা Poco M3 বা Realme 7i: জানুন, বাজারে ক‍্যাটাগরি এর যুদ্ধে কে বেশি প্রভাব শালী

Poco M3 বা Realme 7i: জানুন, বাজারে ক‍্যাটাগরি এর যুদ্ধে কে বেশি প্রভাব শালী

Poco আজ ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই বছরের প্রথম ফোন poco M3 লঞ্চ করেছে। M- সিরিজে পেশ করা এই ফোনটিকে এম2 এর আপগ্রডেড ভার্সন হিসেবে বাজেট ক‍্যা্যা্যাটাগরিতে আনা হয়েছে। অথচ, সুন্দর ফিচার্স।আর কম দাম থাকা সত্ত্বেও ভারতে এই ফোনের সফর সহজ হবে না। ফোনের ডিজাইন, দাম আর স্পেশিফিকেশান্স দেখে এটিকে Realme 7i এর সাথে কড়া টক্কর দিতে হবে মনে করা হচ্ছে। দুইটি ফোনে কিছু সমনতা‌ও আছে, যাকে নিয়ে আমরা এই দুটি ফোনের তুলনা করেছি। এই তুলনা ফোনের লুক, ফিচার্স আর দাম নিয়ে করা হয়েছে। এই কম্পারিজন থেকে আপনার সুবিধা হবে কোন ফোনটি আপনার জন্য বেস্ট।

লুক এবং ডিজাইন

পোকো এম3 এ ওয়াটারড্রপ নচ আর Realme 7i পাঞ্চ-হোল এর ফ্রন্ট ডিজাইন আছে। দুইটি ফোনের স্ক্রিন তিন দিক দিয়ে যেখানে বেজললেস সেখানে নিচের দিকে অল্প চিন অংশ দেখা যাবে। এই ভাবেই নিচের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পীকার গ্রীল ও আছে। রিয়ারে পোকো এম3 তে ডুয়াল দুইটি ফিন্স আর ট্রিপল ক‍্যামেরা সেটাপ আছে। রিয়েলমি 7 আই এর ব‍্যাক প‍্যানেলে চৌকোনাকার শেপের রিয়ার ক‍্যামেরা সেটাপ আছে।

ডিসপ্লে

পোকো এম3 তে 19:5:9 আস্পেক্ট রেশিও আর 90.34 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এর সাথে 6.53 ইঞ্চির ফুল-এইচডি +(1,080×2,340 পিক্সেল) 60 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার রিয়েলমি 7 আই তে 20:9 আস্পেক্ট রেশিও আর 90 হার্টজের রিফ্রেশ রেট (1600×720 পিক্সেল রেজুলেশন) যুক্ত 6.5 ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে আছে। দুইটি ফোনেই কর্নিং গ্লাসের প্রটেকশন দেওয়া আছে।

হার্ডওয়্যার

Poco M3 আর Realme 7i স্মার্টফোন এন্ড্রয়েড 10 এ কাজ করে । এই ভাবেই প্রসেসিং এর জন্য 2 গিগাহার্টজের কক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে 11 এন‌এম টেকনিকে তৈরী কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া আছে। কিছু র‍্যামের দিক থেকে দুটিই আলাদা। পোকো এম3 তে 6 জিবি আর 128 জিবি এর স্টোরেজ আছে। আবার রিয়েলমি 7 আই তে 4 জিবি র‍্যাম আর 64 জিবি আর 128 জিবির স্টোরেজ দেওয়া হয়েছে।

ক‍্যামেরা

পোকো এম 3 তে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেটাপ দেওয়া হয়েছে , যাতে এফ/1.79 এপার্চার এর 48- মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 ম‍্যাক্রো লেন্সের 2-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আর এফ/2.4 এপার্চার এর 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে । সেল্ফি আর ভিডিও চ‍্যাটের জন্য এফ/2.05 এপার্চার এর 8- মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে।

অন‍্য‌এ রিয়েলমি 7i এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 এপার্চার এর 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 এপার্চার এর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এফ/2.4 এপার্চার এর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই B&W সেন্সর আছে। আবার সেল্ফি এর জন‍্য হ‍্যান্ডসেটে এফ/2.1 এপার্চার এর 116 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

ব‍্যাটারি

দুটো ফোনেই 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনিক দেওয়া আছে। কিন্তু পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য ব‍্যাটারি আলাদা-আলাদা আছে। পোকো এর ফোনে 6000 এম‌এএইচ এর ব‍্যাটারি আছে। আবার রিয়েলমি এর ফোনে 5000 এম‌এইচ এর ব‍্যাটারি দেওয়া আছে। দুটো ফোনকেই ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ করা যাবে।

কানেক্টিভিটি এবং সিকিউরিটি

দুইটি ফোন‌ই ডুয়াল সিম স্মার্টফোন যা 4জি ভোলটি‌ই সাপোর্ট করে। 3.5 এম‌এম জ‍্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস এর সাথে অন্য বেসিক কানেক্টিভিটি ফিচার্সস‌ও এই ফোনে দেখা যাবে। সিকিউরিটি এর জন্য যেখানে পোকো এম 3 তে পাওয়ার বাটন এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেখানে আবার রিয়েলমি 7 আই তে ব‍্যাক প‍্যানেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।

দাম

Poco M3 এর 6 জিবি + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা আর 6 জিবি + 128 জিবি স্টোরেজ এর দাম 11,999 টাকা।. ফোনটির বিক্রি Flipkart এর মাধ্যমে 9 ফেব্রুয়ারি দুপুর 12 টার থেকে শুরু হবে।Realme 7i এর 4 জিবি র‍্যাম আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা আর 4 জিবি র‍্যাম আর 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।