ভারতে 22 সেপ্টেম্বর লঞ্চ হতে পারে POCO X3, জেনে নিন দাম

গত সপ্তাহে POCO ভারতে তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন POCO M2 লঞ্চ করেছিল। এই ফোনটি 10,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আজ প্রথমবার ভারতে সেল করা হবে। এই ফোনটির লঞ্চ ইভেন্টে কোম্পানি ঘোষণা করেছিল খুব তাড়াতাড়ি ভারতে POCO X3 নামে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার খবর পাওয়া গেছে আগামী 22 সেপ্টেম্বর ভারতে POCO X3 লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: Xiaomi নিয়ে এল অত‍্যন্ত সস্তা স্মার্টফোন Redmi 9i, দুশ্চিন্তায় Realme

আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি POCO X3 সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, যেটুকু খবর পাওয়া গেছে পুরোটাই লিকের মাধ্যমে। এই লিকেই বলা হয়েছে আগামী 22 সেপ্টেম্বর ভারতে POCO X3 লঞ্চ করা হবে। ফোনটি কতগুলি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে সেবিষয়ে লিকে কিছু বলা হয়নি তবে জানা গেছে ফোনটির দাম 18,999 টাকা বা 19,999 টাকা হতে পারে। তবে 22 সেপ্টেম্বর‌ই যে ফোনটি লঞ্চ হবে সেকথা মানছি না।

POCO X3

কোম্পানির আগামী POCO X3 ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডট ডিসপ্লে আছে। ফোনটির ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং এর টাচ স‍্যাম্পেলিং রেট 240। ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত মিইউআই 12 এ কাজ করে এবং এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট আছে।

আরও পড়ুন: স্পেশাল ফিচারের সঙ্গে এল ColorOS 11, বদলে যাবে OPPO স্মার্টফোন

গ্লোবাল মার্কেটে এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী এক বার চার্জ করলে দুই দিন চালানো যাবে। ব‍্যাটারীতে ফুল চার্জ থাকলে 10 ঘন্টা গেমিং ও 17 ঘন্টা ভিডিও প্লেব‍্যাক দিতে সক্ষম। এই ব‍্যাটারী ফুল চার্জ করতে সময় লাগে মাত্র 65 মিনিট।

ফোটোগ্রাফির জন্য POCO X3 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.73 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের SONY IMX682 সেন্সর দেওয়া হয়েছে যার মধ্যে একটি বড় সেন্সর সাইজ ও 1.6 মাইক্রন 4 ইন 1 সুপার পিক্সেল আছে। এছাড়া এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এক‌ই অ্যাপার্চার ও মেগাপিক্সেলযুক্ত একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here