বাজারে আসতে চলেছে Royal Enfield Electric বাইক, লঞ্চের আগেই সামনে এল প্রথম ছবি

Royal Enfield এর বুলেট সবচেয়ে জনপ্রিয় টু হুইলার কোম্পানিগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে Electric Vehicle এর ক্রমবর্ধমান চাহিদা দেখে Royal Enfield Electric Bike (Electric Bullet) পেশ করা হতে পারে। এবার অনলাইনে Royal Enfield এর প্রথম Electric Bike এর ছবি দেখা গেছে। এই প্রথম প্রোটোটাইপটির নাম ‘ইলেক্ট্রিক01’ হবে বলে জানা গেছে এবং এর ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। অটো নিউজ প্রদানকারী নিউজ সাইট autocarindia এর মাধ্যমে এই বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। আরও পড়ুন: BGMI-এর প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন? PUBG New State সহ এই গেমগুলি হল সেরা বিকল্প

কেমন হবে Royal Enfield Electric Bike?

ছবি দেখে মনে করা হচ্ছে এই বাইকে ডিস্ক ব্রেক এবং অ্যালয় হুইলের পাশাপাশি ফ্রন্টে গার্ডার ফোর্ক সাস্পেনশন থাকবে। এই বাইকের পেছনের দিকে মোনো শক সাস্পেনশন দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এই মোটর সাইকেলে ভিনটেজ ও ক্লাসিক স্টাইলের ডিজাইন দেওয়া হতে পারে। এই বাইকের অনেক গুলি রেট্রো পার্টসের মধ্যে এর হেডলাইটটিও রয়েছে। সবচেয়ে বড় কথা Electrik01 বাইকে একটি ফিউল ট্যাঙ্কও দেখা যাবে।

মনে ক্রিয়ে দিই Royal Enfield এর অন্যতম মুখ্য কর্মকর্তা বিনোদ দসারি জানিয়েছিলেন আয়শারের অধীনস্থ কোম্পানি ইলেকট্রিক মোটর সাইকেল সেগমেন্টে পা রাখার পরিকল্পনা করছে। এরপর কোম্পানি তাদের 2020-21 এর বার্ষিক রিপোর্টে জানায় তাঁরা ইলেকট্রিক রেঞ্জের পরিধি বাড়ানোর কথা ভাবছে। কয়েক দিন আগে আয়শার মোটর্সের অ্যানুয়াল ফাইনানশিয়াল কনফারেন্সে Royal Enfield এর সিইও ভি গোবিন্দরাজন জানিয়েছেন ইলেকট্রিক Royal Enfield বাজারে আসতে এখনও প্রায় তিন বছর সময় লাগবে। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Redmi K60 5G, K60 Pro এবং Redmi K60E স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল 

ইলেকট্রিক বুলেট

জানিয়ে রাখি আজও ভারতে রয়্যাল এনফিলদ বুলেটকে একটি সম্মানীয় বাইক বলে মনে করা হয় তাই মনে করা হচ্ছে Royal Enfield এর ইলেকট্রিক বাইকও যথেষ্ট অ্যাডভান্স এবং আকর্ষণীয় করে পেশ করা হবে। লিক অনুযায়ী oyal Enfield এর ইলেকট্রিক বাইকে 8 kWh থেকে 10 kWh পর্যন্ত ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া এই বাইকের পাওয়ার এবং পীক টর্ক 40 bhp এবং 100Nm এর আশেপাশে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here