ভারতে লঞ্চ হল Samsung Galaxy A72 এবং Galaxy A52, জেনে নিন ভারতীয় দাম

কয়েক দিন আগে স‍্যামসাং আন্তর্জাতিক মার্কেটে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটি Samsung Galaxy A72 এবং Galaxy A52 নামে পেশ করা হয়। গ্লোবাল ইভেন্টে ভারতে লঞ্চ করার পর এবার কোম্পানি ফোনদুটি ভারতেও লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাং ফোনদুটির ভারতীয় দাম‌ও জানিয়ে দিয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

Samsung Galaxy A52 

ভারতে Samsung Galaxy A52 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Samsung Galaxy A52 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 26,499 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy A72 

ভারতে Samsung Galaxy A72 ফোনটিও দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

সেল

Samsung Galaxy A72 এবং Samsung Galaxy A52 ফোনদুটির সেল ইতিমধ্যে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে। অনলাইন প্ল‍্যাটফর্ম ও শপিং সাইটের পাশাপাশি ফোনদুটি অফলাইন প্ল‍্যাটফর্ম অর্থাৎ রিটেইল স্টোরেও সেল করা হবে। কোম্পানির এই দুটি ফোন‌ই Awesome Violet, Awesome Blue, Awesome Black এবং Awesome White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতের মার্কেটে কোম্পানির এই দুটি ফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে।

Samsung Galaxy A52 এরফিচার ও স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন

Samsung Galaxy A72 এরফিচার ও স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here