5000mAh ব‍্যাটারী সেগমেন্টের জন্য Samsung এর পরবর্তী ডিভাইস প্রস্তুত, 2 ফেব্রুয়ারি লঞ্চ হবে সবচেয়ে বড় ডিসপ্লেওয়ালা Galaxy M02

আমরা গতকাল জানিয়েছিলাম স‍্যামসাং ভারতে লো বাজেটের অসাধারণ ফিচারযুক্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সস্তা ফোনটি Samsung Galaxy M02 নামে পেশ করা হবে। এবার শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের লঞ্চ ডেট জানা গেছে। লঞ্চ ডেট ছাড়া আমাজন ইন্ডিয়ার লিস্টিং থেকে Samsung Galaxy M02 এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আমাজন প্রোডাক্ট পেজ অনুযায়ী এই ফোনটি 2 ফেব্রুয়ারি দুপুর 1টার সময় লঞ্চ করা হবে। কোম্পানি তাদের এই আগামী ফোনটি “Mera M Mera Entertainment” ট‍্যাগ লাইনের সঙ্গে প্রমোট করছে।

দাম

আমাজন ইন্ডিয়া থেকে জানা গেছে Samsung Galaxy M02 ফোনটি 7,000 টাকার কম দামে লঞ্চ করা হবে এবং এই ফোনটি এখনও পর্যন্ত কোম্পানির এই বছরের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। এছাড়া এই ফোনটি কোম্পানির লঞ্চ করা দ্বিতীয় 10,000 টাকার কম দামের ফোন হবে। কোম্পানি গত সপ্তাহে মাত্র 8,999 টাকা দামে Samsung Galaxy M02s লঞ্চ করেছে।

ফোনে থাকবে 5000mAh ব‍্যাটারী

আমাজনের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M02 তে 6.5 ইঞ্চির HD+ Infinity V ডিসপ্লে দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। ফোটোগ্রাফির জন্য এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও ওয়াটারড্রপ নচের মধ্যে সেলফি ক‍্যামেরা সেন্সর থাকবে।

স্পেসিফিকেশন

বিভিন্ন লিক ও আমাজনের লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M02 তে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরির সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেট থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করবে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, সিঙ্গেল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02 তে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা লেন্স থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে এতে ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here