দাম কমল Samsung Galaxy M31s এর, জেনে নিন নতুন দাম

স‍্যামসাং গত বছর তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M31s লঞ্চ করেছিল এবং ফোনটি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। কোম্পানি এবার তাদের এই ফোনটির ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M31s এর দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি ফোনটির 6 জিবি ও 8 জিবি উভয় র‍্যাম ভেরিয়েন্টের দাম কমিয়েছে। প্রাইস কাটের পর দুটি মডেলের দাম যথাক্রমে 18,499 টাকা এবং 20,499 টাকা হয়ে গেছে। এত দিন Samsung Galaxy M31s এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 19,499 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 21,499 টাকা দামে সেল করা হত।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ব‌ইয়ের মতো ভাঁজ হয়ে যাওয়া Huawei Mate X2 স্মার্টফোন, নড়েচড়ে বসেছে ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়া

অফলাইন রিটেইল স্টোর মারফত আমরা এই খবর পেয়েছি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই প্রাইস কাট অফিসিয়ালি স্থায়ী ভাবে করা হয়েছে। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়ে গেছে। কোম্পানির এই স্মার্টফোনটি তার দুর্দান্ত ক‍্যামেরা কোয়ালিটি ও অসাধারণ ব‍্যাটারী ব‍্যাক‌আপের জন্য সুপরিচিত।

Samsung Galaxy M31s এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M31s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ও 405 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন বেজল লেস এবং স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ব‍্যবহার করা হয়েছে। ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

আরও পড়ুন: Airtel তাদের 5G এর জন্য বড় পরিকল্পনা নিয়ে প্রস্তত, Jio কে চাপে ফেলার জন্য হাত মিলিয়েছে Qualcomm এর সঙ্গে, জেনে নিন কবে লঞ্চ

Samsung Galaxy M31s ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy M31s ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যার বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M31s ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর আছে। এর সঙ্গে এতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং ও ওয়াইড অ্যাঙ্গেল মোড সাপোর্টেড 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K40, শক্তিশালী প্রসেসর ও বড় ব‍্যাটারীর সঙ্গে 25 ফেব্রুয়ারি হবে লঞ্চ

Samsung Galaxy M31s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে তিনটি কার্ড স্লট রয়েছে, অর্থাৎ এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Samsung Galaxy M31s ফোনটি Mirage Black ও Mirage Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here