ভারতে লঞ্চ হল Tecno Camon 20 এবং Camon 20 Pro 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতের মার্কেটে লঞ্চ হল Tecno Camon 20 সিরিজ। এই সিরিজের অধীনে কোম্পানি Tecno Camon 20, Camon 20 Pro 5G এবং Camon 20 Premier – এই তিনটি ফোন লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের Tecno Camon 20 এবং Camon 20 Pro এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: আপনার নামে কয়টি সিম চলছে জানেন? মাত্র কয়েকটি ক্লিকেই পেয়ে যাবেন উত্তর, জেনে নিন পদ্ধতি

ভারতে Tecno Camon 20 ফোনের দাম

Camon 20 ফোনটি হল এই সিরিজের বেস মডেল যা 8 GB RAM + 256GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম 14,999 টাকা এবং এটি 29 মে থেকে সেলের জন্য পাওয়া যাবে।

Tecno Camon Pro 5G ফোনের দাম

ভারতীয় মার্কেটে Techno Camon 20 Pro 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস মডেলটিতে 8GB র‍্যামের সাথে 128GB স্টোরেজ রয়েছে, যার দাম 19,999 টাকা। এছাড়াও বড় ভেরিয়েন্টটি 8GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করে এবং এর দাম 21,999 টাকা। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ফোনটির সেল শুরু হবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Motorola Razr 40 Ultra স্মার্টফোন, তার আগেই জেনে নিন ফোনের দাম এবং স্পেসিফিকেশন

Tecno Camon 20 এবং Pro 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ HD+ 120Hz ডিসপ্লে
  • 8GB ভার্চুয়াল RAM
  • 32MP সেলফি + 64MP রেয়ার ক্যামেরা
  • 33W 5,000mAh ব্যাটারি
  • MediaTek Helio G85 (Camon 20)
  • MediaTek Dimensity 8050 (Camon 20 Pro)

ডিসপ্লে: Camon 20 এবং 20 Pro 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই দুটি ফোনই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: 8 জুন ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ, জেনে নিন ডিটেইলস

প্রসেসর: Tecno Camon 20 ফোনে প্রসেসিং এর জন্য MediaTek Helio G85 চিপসেট রয়েছে। অন্যদিকে Camon Pro 5G ফোনটি MediaTek Dimensity 8050 Octacore প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে যা 3.0GHz ক্লক স্পিডে রান করে। এই দুটি ফোনই 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে যার ফলে এই দুটি ফোনেই 16 GB RAM এর পাওয়ার রয়েছে।

ক্যামেরা: সেলফির জন্য Techno Camon 20 এবং 20 Pro 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই দুটি মোবাইল ফোনই 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। আরও পড়ুন: দেখে নিন JioPhone এর সমস্ত রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 20 এবং Camon 20 Pro 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here