8GB RAM এবং 80W Charging সহ লঞ্চ হল নতুন Vivo Phone, রয়েছে 50MP Camera

গ্লোবাল মার্কেটে Vivo V30 Lite ফোনের একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 685 চিপসেট সহ রাশিয়ার মার্কেটে পেশ করা হয়েছে। এই নতুন মডেলটি মেক্সিকো এবং ইউএইর মডেলের চেয়ে যথেষ্ট আলাদা। নতুন V30 Lite ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo V30 Lite ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 685
  • 8GB Virtual RAM
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 16MP Selfie Camera
  • 80W Fast Charging
  • 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল ডিজাইনের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট ও 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: নতুন Vivo V30 Lite ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 685 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 8GB RAM সহ মার্কেটে পেশ করা হয়েছে। এর আঙ্গে এই ফোনে 8GB virtual RAM রয়েছে, এর ফলে এই ফোনে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে 1টিবি মেমরি কার্ড ব্যাবহার করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V30 Lite 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here