এক্সক্লুসিভ : জানা গেল ওপ্পো এফ9 প্রোর ফুল স্পেশিফিকেশন‌, শক্তিশালী র‍্যামের সঙ্গে দুর্দান্ত ক‍্যামেরা

ওপ্পো কিছু দিন আগে জানিয়েছে কোম্পানি ভারতে এফ9 প্রো নামে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ফোনটির অফিসিয়াল ঘোষণার সঙ্গে কোম্পানি।ফেসবুক পেজে ফোনটির ফোটো শেয়ার করেছে যেখানে ফোনটির ডিজাইন ও এর “ভি” শেপযুক্ত নচ ডিসপ্লের সম্পর্কে জানা গেছে। ফোটোর সঙ্গে ওপ্পো ইন্ডিয়া এফ9 প্রো স্মার্টফোনে বিওওসি ফ্ল‍্যাশ চার্জ দেওয়ার কথা জানিয়েছে। আজ ফোনটি লঞ্চের আগেই 91মোবাইলসের হাতে ওপ্পো এফ9 প্রো সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে।

91মোবাইলস জেনেছে ওপ্প এফ9 প্রোতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির বেজল লেস ফুল ভিউ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন দেওয়া হবে না এবং ওপর দিকে “ভি” শেপের নচ থাকবে, এর মধ্যেই সেলফি ক‍্যামেরা সেন্সর থাকবে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য কোম্পানি এতে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করবে।

ওপ্পো এফ9 প্রো অ্যান্ড্রয়েড 8.0 অরিওর সঙ্গে পেশ করা হবে এবং এটি 2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করবে। কোম্পানির পক্ষ থেকে এতে 6 জিবি র‍্যাম দেওয়া হবে। ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। শোনা যাচ্ছে কোম্পানি ফোনটির একাধিক র‍্যাম ভেরিয়েন্ট পেশ করতে পারে।

ফোটোগ্ৰাফির জন্য ওপ্পো এফ9 প্রোতে ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ব‍্যাক প‍্যানেলের দুটি ক‍্যামেরাই 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত হবে। সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে।

ওপ্পো এফ9 প্রোর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টসহ ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওপ্পো এফ9 প্রোতে বিওওসি ফ্ল‍্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও ভারতে ফোনটি লঞ্চের তারিখ বা স্পেশিফিকেশন‌ জানানো হয়নি। আশা করা হচ্ছে 29,990 টাকা দামে ওপ্পো এফ9 প্রো ফোনটি বাজারে আনা হবে। ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here