মোবাইল জগতের সবচেয়ে বড় শো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) এই বছর 26 ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে। এই টেক উতসবে বিভিন্ন ব্র্যান্ড তাদের নতুন টেকনোলজি প্রদর্শনের জন্য প্রস্তত হয়ে রয়েছে। এবার HMD গ্লোবাল জানিয়ে দিয়েছে তাঁরা আগামী 25 ফেব্রুয়ারি MWC 2024 এর মঞ্চে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে। তবে এতে ডিভাইস লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।
মিডিয়া ইনভাইট পাঠাচ্ছে কোম্পানি
HMD এর পক্ষ থেকে এই আপকামিং একটি অফিসিয়াল মিডিয়া ইনভাইট পাঠানো হচ্ছে। এই ইনভাইট অনুযায়ী কোম্পানির ইভেন্ট 25 ফেব্রুয়ারি, রবিবার দুপুর 12:30 সিইটি এমডব্লিউসি বার্সেলোনায় অনুষ্ঠিত হবে। এই পোস্টারে “সামথিং নিউ ইজ কামিং” লেখা রয়েছে। HMD তাদের আকর্ষণীয় নতুন ভবিষ্যতের ওপর থেকে পর্দা সরাবে বলেও জানিয়েছে। এর আগে কোম্পানি জানিয়েছিল তাঁরা কিছু নতুন লাইসেন্স সম্পর্কে এবং ব্র্যান্ড শজগ সম্পর্কে জানাবে। কোম্পানির পক্ষ থেকে নতুন ডিভাইস লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি বিগত বেশ কিছু সময় ধরে HMD এর প্রথম স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে। সম্প্রতি NokiaMobile এর সাইটের নাম বদলে HMD করে দেওয়া হয়েছে। এছাড়াও একটি ভিডিওর মাধ্যমে তাদের আপকামিং ডিভাইসের ঝলক দেখিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি টেক মার্কেটে HMD ব্র্যান্ডের ফোন এবং অন্যান্য প্রোডাক্ট লঞ্চ করা হবে।
HMD ফোন হবে ফাস্ট, সুন্দর এবং সস্তা
HMD মূলত মজবুত, আকর্ষণীয়, ফাস্ট, সেফ এবং সস্তা ফোন লঞ্চের লক্ষ্য নিয়ে চলছে। সম্প্রতি কোম্পানির সাইটে দেখা প্রথম ফোনের প্রমোশনাল ফটো দেখে এই ফোনের কালারফুল অপশন লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। এচগারা ফোনটির ডিজাইন অনেকটা নোকিয়া লুমিয়ার মতো দেখতে। ইভান ব্লাসের বক্তব্য অনুযায়ী ছয়টি ফোন পালস, লেজেন্ড, পালস+, লেজেন্ড+, পালস প্রো এবং লেজেন্ড প্রো কোডনেমের সঙ্গে পেশ করা হবে।
9টি ফোন লঞ্চ করবে HMD
একটি লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 9টি HMD ফোন আইএমইআই ডেটাবেসে দেখা গেছে যার থেকে এই ফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে এখনও পর্যন্ত এই ফোনগুলি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়নি। আমরা আশা করছি MWC ইভেন্টের আগের সপ্তাহে HMD ফোন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।