জেনে নিন WhatsApp এ Voice Status আপলোড করার সহজ পদ্ধতি

আপনি যদি WhatsApp ব্যবহার করে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপে Voice Status রেকর্ড করতে পারবেন। সম্প্রতি WhatsApp অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Voice Status ফিচার শুরু করেছে। এই ফিচারের সাহায্যে আপনি আপনার ভয়েস Status এ আপলোড করতে পারবেন। যদিও এই ফিচারটি আগে থেকেই iOS ইউজারদের জন্য জারি করা হয়েছিল, তবে এখন কোম্পানি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও এই ফিচারটি পেশ করেছে। আরও পড়ুন:ব্লুটুথ কলিংসহ লঞ্চ হল Gizmore Curve স্মার্টওয়াচ, প্রথম সেলে পাওয়া যাবে মাত্র 1299 টাকার বিনিময়ে

WhatsApp এ Voice Status আপলোড করার পদ্ধতি

WhatsApp এ ভয়েস স্ট্যাটাস আপলোড করার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ-1: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে WhatsApp খুলতে হবে। আপনার ফোনে যদি WhatsApp ইনস্টল না থাকে, তাহলে আপনি আপনার Android ডিভাইসের জন্য Google Play Store থেকে এটি ডাউনলোড করতে পারেন।

স্টেপ-2: তারপর আপনাকে স্ক্রিনের উপরে ‘Status’ ট্যাবে ক্লিক করতে হবে। আরও পড়ুন: গ্লোবালি লঞ্চ হল Xiaomi 13 Ultra স্মার্টফোন, 16GB RAM এর সঙ্গে এতে আছে 4টি 50 Megapixel ক্যামেরা

স্টেপ-3: তারপর আপনি Status স্ক্রিনে ‘ My Status ‘ অপশনে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

স্টেপ-4: তারপরে আপনি Status স্ক্রিনে পৌঁছে যাবেন, যেখানে আপনি বিভিন্ন ধরণের মিডিয়া সিলেক্ট করার অপশন পাবেন। আরও পড়ুন: মাত্র 8499 টাকা দামে লঞ্চ হল 50MP Camera এবং 8GB+8GB RAM সহ itel S23 স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস

স্টেপ-5: তারপর Voice Status রেকর্ড করার জন্য মাইক্রোফোন আইকনে হালকা ক্লিক করে ধরে রাখতে হবে। রেকর্ডিং বন্ধ করার জন্য আইকন থেকে হাত সরিয়ে নিতে হবে।

স্টেপ-6: একবার ভয়েস রেকর্ড হয়ে গেলে, আপনি যদি চান আপনার ভয়েস Status এ টেক্সট, স্টিকার অথবা ফটো যোগ করতে পারেন।

স্টেপ-7: Voice Status আপলোড করার জন্য Send আইকনে ক্লিক করতে হবে। এভাবে আপনি Voice Status আপলোড করতে পারবেন। আরও পড়ুন: অনলাইন গেমের নেশায় মায়ের 52 লাখ টাকা উড়িয়ে দিল এক স্কুল ছাত্রী! জেনে নিন ডিটেইলস

24 ঘন্টা পরে Status অদৃশ্য হয়ে যাবে

ভয়েস নোটগুলি শুধুমাত্র ইউজারদের প্রাইভেসি সেটিংসের মধ্যে কনফিগার করা একজন বিশেষ অডিয়েন্সের সাথে শেয়ার করা যেতে পারে। Status আপডেট হিসাবে শেয়ার করা ভয়েস নোটগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে। ছবি এবং ভিডিওর মত Status এর মাধ্যমে শেয়ার করা ভয়েস নোটগুলিও 24 ঘন্টা পরে উঠে যাবে। Status আপডেট হিসাবে পোস্ট করার পরেও ইউজাররা ভয়েস নোটগুলি সরিয়ে ফেলতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here