দেখে নিন আজ পর্যন্ত ভারতের টপ 50 ওয়েব সিরিজের নাম, আইএমডিবি জারি করেছে জনপ্রিয় শোয়ের তালিকা

বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট আইএমডিবি তাদের 50টি সবচেয়ে বিখ্যাত ওয়েব সিরিজের লিস্ট জারি করেছে। নতুনের পাশাপাশি এই লিস্টে বেশ কিছু পুরনো ওয়েব সিরিজও জায়গা করে নিয়েছে। রেটিং এবং ইউজার রিভিউয়ের ওপর ভিত্তি করে এই লিস্টের প্রথম স্থানে জায়গা করে নিয়েছে পাঁচ বছর আগে মুক্তি পাওয়া স্যাক্রেড গেম্স। একইভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মির্জাপুর। নিচে ভারতের টপ 50 সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের নাম শেয়ার করা হল। আরও পড়ুন: Jio Cinema-কে টক্কর দেবে Disney+ Hotstar, ফ্রিতে দেখা যাবে এশিয়া কাপ এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ

IMDB অনুযায়ী ভারতের টপ 50 সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের নাম এবং প্ল্যাটফর্ম

1. Sacred Games (Netflix)
2. Mirzapur (Prime Video)
3. Scam 1992: The Harshad Mehta Story (Sony Liv)
4. The Family Man (Prime Video)
5. Aspirants (YouTube)
6. Criminal Justice (Disney+ Hotstar)
7. Breathe (Prime Video)
8. Kota Factory (Netflix)
9. Panchayat (Prime Video)
10. Paatal Lok (Prime Video)
11. Special OPS (Disney+ Hotstar)
12. Asur: Welcome to Your Dark Side (JioCinem)
13. College Romance (Sony Liv)
14. Apharan (JioCinem)
15. Flames (Prime Video)
16. Dhindora (YouTube)
17. Farzi (Prime Video)
18. Aashram (MX Player)
19. Inside Edge (Prime Video)
20. Undekhi (Sony Liv)
21. Aarya (Disney+ Hotstar)
22. Gullak (Sony Liv)
23. TVF Pitchers (Prime Video)
24. Rocket Boys (Sony Liv)
25. Delhi Crime (Netflix)
26. Campus Diaries (MX Player)
27. Broken But Beautiful (JioCinem)
28. Jamtara – Sabka Number Ayega (Netflix)
29. Taaza Khabar (Disney+ Hotstar)
30. Abhay (ZEE5)
31. Hostel Daze (Prime Video)
32. Rangbaaz (ZEE5)
33. Bandish Bandits (Prime Video)
34. Made in Heaven (Prime Video)
35. ImMature (Prime Video)
36. Little Things (Netflix)
37. The Night Manager (Disney+ Hotstar)
38. Candy (JioCinem)
39. Bicchoo Ka Khel (ZEE5)
40. Dahan: Raakan Ka Rahasya (Disney+ Hotstar)
41. JL50 (Sony Liv)
42. Rana Naidu (Netflix)
43. Ray (Netflix)
44. Sunflower (ZEE5)
45. NCR Days (YouTube)
46. Maharani (Sony Liv)
47. Mumbai Diaries 26/11 (Prime Video)
48. Chacha Vidhayak Hain Humare (Prime Video)
49. Yeh Meri Family (YouTube)
50. Aranyak (Netflix)

জানিয়ে রাখি আইএমডিবির টপ 50 সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের লিস্টে প্রাইম ভিডিও, নেটফ্লিক্স, সোনী লিভ, ডিজনি+ হটস্টার, জী5, এমএক্স প্লেয়ার, জিওসিনেমার পাশাপাশি নো সাবস্ক্রিপশন বেসড প্ল্যাটফর্মের সিরিজও তালিকাভুক্ত করা হয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Ponniyin Selvan II সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here