গুগল প্লে কনসোলে লিস্টেড হল Infinix GT 20 Pro স্মার্টফোন, পাওয়া যাবে 12GB RAM

বিগত বেশ কিছু দিন ধরে Infinix GT 20 Pro স্মার্টফোনটি সম্পর্কে লিক ও রিপোর্ট প্রকাশ্যে আসছে। তবে এবার ফোনটিকে Google Play কনসোল ডেটাবেসে দেখা গেছে। আপকামিং GT সিরিজের স্মার্টফোনটি X6871 মডেল নাম্বার সহ দেখা গেছে। এর আগে এই ফোনটিকে BIS সার্টিফিকেশন, এফসিসি এবং গীকবেঞ্চ সাইটে লিস্টেড হতে দেখা গিয়েছে। গুগল প্লে কনসোল লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 480ppi পিক্সেল ডেনসিটি সহ 1080 × 2436 পিক্সেল ডিসপ্লে দেওয়া হবে।

থাকবে 12GB RAM

এছাড়া গুগল প্লে কনসোলে প্রকাশিত ফোনটির ফ্রন্ট লুক অনুযায়ী Infinix GT 20 Pro স্মার্টফোনটির স্ক্রিনের ওপরের দিকে মাঝখানে পাঞ্চ হোল কাটআউট সহ ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হবে। গুগল প্লে কনসোল ডেটাবেসে এই স্মার্টফোনটিকে 12GB RAM সহ দেখা গেছে। লিস্টিং থেকে জানা গেছে ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 প্রিলোডেড থাকবে।

পাওয়া যাবে এই প্রসেসর

লিস্টিং অনুযায়ী Infinix GT 20 Pro স্মার্টফোনটিতে G610 GPU সহ মিডিয়াটেক MT6896Z/CZA প্রসেসর থাকবে। অর্থাৎ আপকামিং জিটি সিরিজের ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 প্রসেসর দেওয়া হবে। ডায়মেনসিটি 8200 প্রসেসরে একটি Cortex-A78 কোর (3.10GHz ক্লক স্পীড), তিনটি Cortex-A78 কোর (3.0GHz ক্লক স্পীড) এবং চারটি Cortex-A55 কোর (2.0GHz ক্লক স্পীড) থাকবে।

Infinix GT 20 Pro স্মার্টফোনটিকে আগে FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গিয়েছে। এখান থেকে জানা গেছে এই ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ফোনটির TUV সার্টিফিকেশন লিস্টিং থেকে জানা গেছে এতে 4900mAh ব্যাটারি যোগ করা হবে।

জানিয়ে রাখি ফোনটি কয়েক সপ্তাহ আগে, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এই ফোনের 8GB + 256GB এবং 12GB + 256GB মডেল পেশ করা হবে বলে জানা গিয়েছিল। Infinix GT 20 Pro স্মার্টফোনটিতে এলইডি লাইট সহ সাইবার মেচা ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে GT 10 Pro স্মার্টফোনটিতে এই ফিচার ছিল। সার্টিফিকেশনে লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনের ডায়মেনশন 164×74.5×7.6 মিমি হবে। এতে 5G এবং ওআইফাই 6 802.11 a/n/ac/ax কনেক্টিভিটি দেওয়া হবে। এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতে বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here