7000 টাকার চেয়েও কম দামে 13 জানুয়ারি লঞ্চ হবে Infinix Smart 8, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

ভারতীয় ইউজারদের জন্য 7,000 টাকার চেয়েও কম দামে ইনফিনিক্স নতুন ফোন আনতে চলেছে। আগামী 13 জানুয়ারি এই ফোনটি Infinix Smart 8 নামে পেশ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের নতুন টিজার করা হয়েছে, যেখান থেকে প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ ডেট জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের বিভিন্ন তথ্য সম্পর্কে।

Infinix Smart 8 এর লঞ্চ ডেট এবং প্রাইস রেঞ্জ

  • ফ্লিপকার্টে শেয়ার করা টিজার অনুযায়ী আগামী 13 জানুয়ারি দুপুর 12:00টার সময় ভারতের টেক মার্কেটে Infinix Smart 8 ফোনটি পেশ করা হবে।
  • টিজারে ফোনটির দাম 6XXX টাকা বলা হয়েছে। অর্থাৎ এই ফোনটি 7,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হবে।
  • এই সস্তা ফোনে আইফোনের মতো ম্যাজিক রিং ফিচার, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 8GB পর্যন্ত RAM থাকবে।
  • এই ফোনটি রেইনবো ব্লু, শাইনি গোল্ড, টিম্বার ব্ল্যাক এবং গ্যালাক্সি হোয়াইট কালারে সেল করা হবে।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন দেখা যাবে।

Infinix Smart 8 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Smart 8 ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে। এতে ইন্টারঅ্যাক্টিভ ম্যাজিক রিং ফিচার দেওয়া হবে। এতে নোটিফিকেশন দেখা যাবে।
  • প্রসেসর: ফ্লিপকার্ট লিস্টিঙে এই ফোনের চিপসেট সম্পর্কে জানানো হয়নি। তবে এই ফোনে Unisoc চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়াও 4GB virtual RAM ব্যাবহার করে এই ফোনে 8GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ক্যামেরায় পোর্ট্রেট মোড এবং AR শটের মতো সুন্দর ফিচার পাওয়া যাবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5000mAh থাকবে বলে জানা গেছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ওএস সহ পেশ করা হতে পারে।
  • কানেক্টিভিটি: Infinix Smart 8 ফোনে 4G, ব্লুটুথ এবং ওয়াইফাই এর মতো ফিচার থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here