ভারতে লঞ্চ হল কীপ্যাড ফোন Nokia 105 (2023) এবং Nokia 106 4G, রয়েছে UPI 123PAY ফিচার

নোকিয়া আজ ভারতে তাদের দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনদুটি Nokia 105 (2023) এবং Nokia 106 4G নামে মার্কেটে পেশ করা হয়েছে। এই দুটি ফোনে UPI 123PAY ফিচার রয়েছে, যার ফলে ইন্টারনেট ছাড়াও ইউপিআই পেমেন্ট করা যায়। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OnePlus Nord 3 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

নোকিয়া ফিচার ফোনের দাম

  • কোম্পানি তাদের Nokia 105 (2023) ফোনটি মাত্র 1,299 টাকা দামে লঞ্চ করেছে। ফোনটি Charcoal, Cyan এবং Red কালারে সেল করা হবে।
  • Nokia 106 4G ফোনটি ভারতের বাজারে 2,199 টাকা দামে এবং Charcoal ও Blue কালারে সেল করা হবে।

UPI 123PAY ফিচার

ইউপিআই 123পে NPCI ের তৈরি একটি ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যা মূলত ফিচার ফোনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াও ইউপিআই পেমেন্ট করা যায় যা সম্পূর্ণ সেফ এবং সিকিওর। UPI 123PAY ফিচারে চারটি অপশন রয়েছে। সেগুলি হল – IVR (interactive voice response) নাম্বার, ফিচার ফোন অ্যাপ, মিস্ড কল ইন্টারফেস এবং proximity sound-based পেমেন্ট। আরও পড়ুন: মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল নতুন Realme Narzo N53 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Nokia 106 4G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Nokia 106 4G ফোনটিতে কোম্পানি আইপিএস ডিসপ্লে যোগ করেছে। ফোনটির স্ক্রিন যথেষ্ট বড় এবং এর নিচে টি9 কীপ্যাড দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 1,450mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

বিনোদনের জন্য Nokia 106 4G তে ইন বিল্ট এমপি3 প্লেয়ার এবং এফএম রেডিও দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ফোনটির এফএম রেডিও ওয়্যারলেস পদ্ধতিতেও চালানো যায়। এই ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট এবং মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এতে স্নেক গেম এবং টর্চ লাইট আছে। এই কীপ্যাড ফোনে 2,000 কন্ট্যাক্ট এবং 500 এসএমএস সেভ করা যায়। আরও পড়ুন: ভারতে ব্যান হল 36 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন কারণ!

Nokia 105 (2023) এর ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন Nokia 105 (2023) ফোনটিতে 1.8 ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন রয়েছে। এই ফোনটি এস30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 1,000mAh ব্যাটারি রয়েছে এবং এটি একবার ফুল চার্জ করলে কয়েক দিন পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। এই ফোনেও ওয়্যারলেস এফএম রেডিও এবং টর্চ লাইট ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here