ওপ্পো আনতে চলেছে নচ ডিসপ্লেওয়ালা সস্তা স্মার্টফোন এ3এস, 10,990 টাকায় হতে পারে লঞ্চ

গত সপ্তাহে টেক কোম্পানি ওপ্পো আন্তর্জাতিক বাজারে তাদের নতুন নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এ5 পেশ করেছে। ফোনটি আপাতত শুধু চীনে বিক্রি হচ্ছে। এখন শোনা যাচ্ছে ফোনটি এই মাসেই ভারতে লঞ্চ হ‌ওয়ার কথা আছে এবং এদেশে ফোনটি এ3ঐস নামে লঞ্চ হবে।

গ‍্যাজেট360 দাবি করেছে খুব তাড়াতাড়ি ওপ্পো ভারতে নতুন স্মার্টফোন এ3এস লঞ্চ করবে। রিপোর্ট অনুযায়ী ভারতে ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে যাতে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ ও 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে 2 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 10,990 টাকা দামে পাওয়া যাবে।

কিছু দিন আগে চীনে লঞ্চ হ‌ওয়া ওপ্পো এ5 এর স্পেসিফিকেশন গ‍্যাজেট360 এর বলা ওপ্পো এ3এসের স্পেসিফিকেশন অনেকটা একরকম। তাই ওপ্পো চীনে লঞ্চ করা এ5 ফোনটিই ভারতে এ3এস নামে লঞ্চ করবে বললে খুব একটা ভুল হবে না। রিপোর্ট অনুযায়ী ভারতে যেখানে ফোনটির 2 জিবি র‍্যাম/16 জিবি মেমরি ও 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরির ভেরিয়েন্ট লঞ্চ হবে সেখানে চীনে ওপ্পো এ5 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে।

ওপ্পো এ3এসের স্পেসিফিকেশন সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ সুপার ফুল স্ক্রিন নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর আধারিত কালার‌ওএস 5.1 এর সঙ্গে পেশ করা হতে পারে যার সাথে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে।

রিপোর্ট অনুযায়ী এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে ও সেলফির জন্য এআই বিউটি ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিমের সঙ্গে এতে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। এখন আপাতত ওপ্পো এ3এসের অফিসিয়াল ঘোষণা ও মিডিয়া ইনভাইটের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here