NBTC সহ এইসব সাইটে লিস্টেড হল Oppo A60 স্মার্টফোন, ডিটেইলস এল প্রকাশ্যে

গ্লোবাল মার্কেট এবং ভারতের বাজারে Oppo তাদের নতুন বাজেট স্মার্টফোন Oppo A60 নিয়ে আসতে চলেছে। এই ফোনটি এখনও পর্যন্ত এনবিটিসি, SDPPI এবং ক্যামেরা এফভি5 সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর থেকে মনে করা হচ্ছে ফোনটি আগামী কিছু দিনের মধ্যেই লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগে লঞ্চ করা Oppo A59 ফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তিনটি প্লাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Oppo A60 এর এনবিটিসি, SDPPI এবং ক্যামেরা এফভি5 লিস্টিং

  • Oppo এর নতুন ফোনটি এনবিটিসি এবং SDPPI সার্টিফিকেশন প্লাটফর্মে CPH2631মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • নীচে দেওয়া ইমেজ অনুযায়ী সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি Oppo A60 নামে দেখা গেছে।
  • এনবিটিসি ডেটাবেস থেকে জানা গেছে Oppo A60 ফোনটিতে জিএসএম, ডব্লুসিডিএমএ, এলটিই কানেক্টিবিটি সাপোর্ট করবে।
  • ক্যামেরা এফভি5 লিস্টিং থেকে Oppo A60 ফোনটির কিছু ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
  • ক্যামেরা এফভি5 এর মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইল অনুযায়ী ফোনটির ক্যামেরা f/1.9 অ্যাপচার এবং EIS সাপোর্ট করবে। এই ফোনটিতে 12.5MP ক্যামেরার কথা প্রকাশ্যে এসেছে, এর ফলে মনে করা হচ্ছে স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • এই ক্যামেরার হাই রেজোলিউশন 4080×3072 পিক্সেল জানানো হয়েছে।

OPPO A59 5G এর স্পেসিফিকেশন

2023 সালের ডিসেম্বর মাসে OPPO তাদের OPPO A59 5G ফোনটি লঞ্চ করেছিল এরই আপগ্রেডেড ভার্সন হিসেবে A60 ফোনটি লঞ্চ করা হতে পারে। তাই নিচে আগের ফোনটির রিক্যাপ জানানো হল।

  • ডিসপ্লে: OPPO A59 5G ফোনে 6.56 ইঞ্চির HD+ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট, 1612×720 পিক্সেল রেজোলিউশন, 89.8% স্ক্রিন-টু-বডি রেশিও, 20.15:9 আসপেক্ট রেশিও এবং 90Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 MC2 GPU রয়েছে।
  • স্টোরেজ: OPPO A59 5G ফোনে 6GB LPDDR4X RAM এবং 128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO A59 5G ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে ColorOS 13.1 এ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here