ওপ্পো লঞ্চ করল প্রথম ভি নচযুক্ত স্মার্টফোন এফ9 প্রো, এতে আছে 6 জিবি র‍্যাম ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা

ওপ্পো গত কিছু দিন ধরে ভারতীয় ইউজারদের উৎসাহিত করে রেখেছে। ওপ্পোর পক্ষ থেকে যবে থেকে এফ9 প্রো লঞ্চের ঘোষণা করেছে সেদিন থেকে ভারতীয় স্মার্টফোন মার্কেট এই ফোনটির জন্য অপেক্ষায় রয়েছে। এই অপেক্ষায় সমাপ্তি এনে কোম্পানি গতকাল ওপ্পো দেশের প্রথম ভি শেপের নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এফ9 প্রো লঞ্চ করে দিয়েছে। সমস্ত ওপ্পো ফ‍্যানদের সারপ্রাইজ দিয়ে ওপ্পো এফ9 প্রো স্মার্টফোন লঞ্চ করেছে।

ডিজাইন
ওপ্পো এফ9 প্রোতে অনেক বিশেষত্ব আছে তবে সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের নচ ডিসপ্লে। এতদিন ধরে শুধুমাত্র স্কয়ার আকারের নচ দেখা যেত সেখানে ওপ্পোর এই ফোনে “ভি” শেপের নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই নচটির নাম রেখেছে “ওয়াটারমার্ক নচ”। এই ফোনটিতে 90 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন নেই এবং ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ডিসপ্লে
ফোনে 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং তা কর্নিঙ গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। এটি ভারতে লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন যা এই গ্ৰেডের প্রোটেকশন পেয়েছে।

সফটওয়্যার
ওপ্পো এফ9 প্রো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে কোম্পানির অপারেটিং সিস্টেম কালার‌ওএস 5.2 আছে যা বিভিন্ন থিমের সঙ্গে ফোনের ব‍্যবহার সহজ ও আকর্ষণীয় করে তোলে। আগামী দিনে ওপ্পো এফ9 প্রো অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করা যাবে।

হার্ডওয়্যার
ওপ্পো এফ9 প্রোতে 12এন‌এম 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে যার সঙ্গে এতে মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি72 এমপি3 জিপিইউ আছে।

র‍্যাম ও স্টোরেজ
ওপ্পো এফ9 প্রোতে 6 জিবি র‍্যামের সঙ্গে ভারতে পেশ করা হয়েছে। ফোনে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটির আরেকটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

ফোটোগ্ৰাফি
ওপ্পো এফ9 প্রোর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.85 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারের 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে যা এআই ফিচারযুক্ত। ওপ্পো এফ9 এ 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছিল।

কানেক্টিভিটি ও বিচার
ওপ্পো এফ9 প্রোর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক বিচার আছে। এই ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এই ফোনে সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচার আছে।

ব‍্যাটারী
ওপ্পো এই ফোনটিতে বিওওসি ফ্ল‍্যাশ চার্জ ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের জন্য এই ফোনে 5 মিনিটের চার্জে 2 ঘন্টা ব‍্যাক‌আপ পাওয়া যাবে। ফোনে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে যা ইউএসবি টাইপ সি দিয়ে চার্জ করা যায়।

দাম
ওপ্পো এফ9 প্রোর সানরাআজ রেড, হাইলাইট ব্লু স্ট্ররি পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ওপ্পো এফ9 প্রো ভারতে 23,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ওপ্পো এফ9 29,990 টাকা দামে কেনা যায়। ওপ্পোর দুটি ফোন‌ই 31শে আগস্ট থেকে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here