ওপ্পো আনতে চলেছে এমন ফোন যার আইফোনের থেকেও উন্নত, মাত্র 5 মিনিট চার্জ করলে 2 ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে

ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে ওপ্পোর আগামী স্মার্টফোন এফ9 প্রো সম্পর্কে গত সপ্তাহে জানা গেছে। সার্টিফিকেশন সাইটের লিস্টিঙের পর মনে করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হবে। এই লিস্টিঙের এক সপ্তাহ পর আজ ওপ্পো ইন্ডিয়া এফ9 প্রো সম্পর্কে টুইট করেছে। কোম্পানি ঘোষণা করেছে ভারতীয় বাজারে এফ9 প্রো লঞ্চ হবে।

ওপ্পো ইন্ডিয়া এফ9 প্রোর লঞ্চের কথা কোম্পানির অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ওপ্পো ইন্ডিয়া “ওপ্পো এফ9 প্রো কামিং সুন” লেখা একটি টিজার শেয়ার করেছে। 7 সেকেন্ডের এই টিজারে জলের মধ্যে একটি স্মার্টফোন দেখানো হয়েছে। টিজারে দেখানো নতুন স্মার্টফোনে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে “V” শেপের ছোট নচ দেখা গেছে।

ওপ্পো টুইটারের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকেও কভার ফোটো আপলোড করা হয়েছে। এই ফোটোয় ফোনের ফ্রন্ট এবং ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণ বেজল লেস ও ওপর দিকে ভি শেপে নচ আছে ও এতে সেলফি ক‍্যামেরা আছে। ফ্রন্ট প‍্যানেলে নিচের দিকে হাল্কা বেজল আছে।

ওপ্পো এফ9 প্রোর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটসহ হরাইজন্টাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে তবে তা এই ফোটোয় দেখানো হয়নি। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক আছে এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

ওপ্পো ইন্ডিয়া জানিয়েছে কোম্পানি ফোনটিতে বিওওএসি ফ্ল‍্যাশ চার্জ ফিচার যোগ করবে যার ফলে মাত্র 5 মিনিটের চার্জে ফোনটি 2 টকটাইম দিতে সক্ষম হবে। ফোটোয় ফোনটিকে রেড কালার দেখানো হয়েছে। এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত সেলফি ক‍্যামেরা দেখা যেতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটি লঞ্চের তারিখ বা স্পেশিফিকেশন‌ জানানো হয়নি। তবে ভারতে কোম্পানির বিপুল সংখ্যক ফ‍্যানদের কথা মাথায় রেখে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here