3সি সাইটে লিস্টেড হল স্যাটেলাইট কানেক্টিভিটি সহ Find X7 Ultra, শীঘ্রই হতে পারে লঞ্চ

গত জানুয়ারি মাসে ওপ্পো তাদের হোম মার্কেটে চীনে ফাইন্ড এক্স7 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে Oppo Find X7 এবং Oppo Find X7 Ultra নামের দুটি ফ্ল্যাগশিপ ফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানি আগামী মার্চ মাসে ফাইন্ড এক্স7 আল্ট্রা ফোনটির স্যাটেলাইট এডিশন বাজারে লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। এই মডেলটি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

Oppo Find X7 Ultra স্যাটেলাইট মডেলের 3C লিস্টিং

  • ওপ্পো ফাইন্ড X7 আল্ট্রা মডেলটি PHY120 মডেল নাম্বার সহ চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। মাই স্মার্ট প্রাইসের পক্ষ থেকে এই লিস্টিং শেয়ার করা হয়েছে।
  • এই প্ল্যাটফর্ম থেকে জানা গেছে নতুন মোবাইলটি স্যাটেলাইট কানেক্টিভিটি এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
  • OPPO Find X7 Ultra ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে।
  • এই ফোনের স্যাটেলাইট কানেক্টিভিটি ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন ফাইন্ড এক্স7 আল্ট্রা ফোনের সাধারণ মডেলটির মতোই হতে পারে।

OPPO Find X7 Ultra এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Find X7 Ultra ফোনে 6.82-ইঞ্চির এমোলেড QHD+ LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, DCI P3 কালার গামুট, 94.2% স্ক্রিন টু বডি রেশিও, 4500 নিটস পীক ব্রাইটনেস, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 10 বিট প্যানেল এবং 450PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
  • প্রসেসর: শক্তিশালী প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট এবং অ্যাড্রিনো 750 GPU যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM + 512GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফ্ল্যাগশিপ ফোনে 1-ইঞ্চি সাইজের OIS এবং f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT900 প্রাইমারি 7P লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে OIS ও f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony LYT600 আলট্রা ওয়াইড 5P লেন্স, OIS, 3x অপটিক্যাল জুম ও f/2.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX890 পেরিস্কোপ টেলিফটো লেন্স, 120x ডিজিটাল জুম, 6x অপটিক্যাল জুম ও f/4.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony IMX858 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট 5P লেন্স রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 100W SuperVOOC ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ডায়মেনশন এবং ওজন: এই ফোনের ডায়মেনশন 164.3 x 76.2 x 9.5 এমএম এবং ওজন 221 গ্রাম।
  • অন্যান্য: এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, আইআর ব্লাস্টার, এনএফসি, ইউএসবি 2.0, ওয়াইফাই 7, কালার টেম্পারেচার সেন্সর, ব্লুটুথ 5.4 এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: OPPO Find X7 Ultra ফোনটিও অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 এ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here