ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo Reno 11A, শীঘ্রই হতে পারে লঞ্চ

Oppo গ্লোবাল বাজারে তাদের রেনো সিরিজের নতুন স্মার্টফোন আনতে চলেছে। এই ফোনটি Oppo Reno 11A নামে বাজারে আসতে পারে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি দেখার পর ফোনটির লঞ্চ নিয়া কথা শুরু হয়েছে। এই ফোনটি Oppo Reno 11F ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Oppo Reno 11A ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • Oppo Reno 11A ব্লুটুথ এসআইজি সাইটে CPH2603 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে ব্লুটুথ 5.2 কানেক্টিভিটি যোগ করা হবে।
  • এই প্ল্যাটফর্মে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হইনি, তবে লিস্টিংটি প্রকাশ্যে আসার পর ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • জানিয়ে রাখি যে মডেল নাম্বার প্রকাশ্যে এসেছে সেই একই মডেল নাম্বার সহ Reno 11F ফোনটিও দেখা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে উভয় ফোনের স্পেসিফিকেশন একইরকম হতে পারে।

Oppo Reno 11F 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 11F 5G ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 2160Hz PWM ডিমিং এবং 10-বিট কালার রয়েছে।

প্রসেসর: এই ফোনে Mediatek Dimensity 7050 চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM, 6GB পর্যন্ত virtual RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 64MP ওমনিভিশন প্রাইমারি সেন্সর, 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ওমনিভিশন OV02B10 ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।

ওএস: Oppo Reno 11F 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 এর সঙ্গে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here