শক্তিশালী Snapdragon 870 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে POCO F4, প্রকাশ‍্যে এল ডিটেইলস

ভারত সহ গোটা বিশ্বের মার্কেটে খুব তাড়াতাড়ি POCO F4 স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এটি কোম্পানির POCO F3 ফোনটির সাকসেসার হিসেবে পেশ করা হবে। ইতিমধ্যে কোম্পানির এই আপকামিং ফোনটির লাইভ ইমেজ লিক হয়ে গেছে। এই লিক হ‌ওয়া লাইভ ইমেজের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং ক‍্যামেরা মডিউল দেখা গেছে। এই ইমেজে আপকামিং POCO F4 ফোনটির গ্ৰিন কালার অপশন দেখা গেছে। এবার বলা হয়েছে আপকামিং POCO F4 ফোনটি Qualcomm Snapdragon 870 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়েছে এটি Snapdragon 800 সিরিজের সবচেয়ে অপ্টিমাইজড প্রসেসর যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

অন‍্যদিকে শোনা যাচ্ছে POCO F4 ফোনটি আসলে Redmi K40S ফোনটির রিব্র‍্যান্ডেড ভার্সন হতে চলেছে। ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন দেখে অন্তত তাই মনে হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি শাওমি তাদের Redmi K40S ফোনটি কোয়ালকমের Snapdragon 870 চিপসেটের সঙ্গেই লঞ্চ করেছিল।

POCO F4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং POCO F4 ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হতে পারে। এই ফোনটি Qualcomm Snapdragon 870 চিপসেটে রান করবে এবং এর সঙ্গে 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ থাকবে। তবে স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে। এই আপকামিং ফোনটি Android 12-অপারেটিং সিস্টেমযুক্ত MIUI 13 এ কাজ করবে। এছাড়াও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব‍্যাটারি দেওয়া হবে।

ফোটোগ্ৰাফির জন্য POCO F4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 64MP প্রাইমারি ক‍্যামেরা থাকতে পারে। উল্লেখ্য রেডমি কে40এসের ক্ষেত্রে 48MP ক‍্যামেরা লেন্স দেওয়া হয়েছিল। প্রাইমারি লেন্সের পাশাপাশি এতে 8MP সেকেন্ডারি এবং 2MP ম‍্যাক্রো লেন্স থাকবে। সেলফির জন্য এতে 20MP ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে 5G SA/NSA, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here