জল, ধূলো, গরম এবং ঠান্ডা সমস্ত পরিস্থিতি‌তে মোকাবিলা করতে সক্ষম Nokia XR21 Rugged স্মার্টফোন! জেনে নিন বিস্তারিত

কিছু দিন আগের রিপোর্ট অনুযায়ী নোকিয়া তাদের নতুন রাগেড স্মার্টফোন প্রস্তুত করছে এবং এই ফোনটির নাম Nokia XR30 হতে পারে। কিন্তু কোম্পানি সকলকে অবাক করে Nokia XR21 নামে তাদের নতুন মোবাইল ফোন লঞ্চ করেছে। ফোনটি MIL-STD-810H military-grade সার্টিফাইড ফোন এবং এটি যেকোনো কঠিন পরিস্থিতি‌তেও সঠিকভাবে কাজ করবে। আরও পড়ুন: লঞ্চ হল শক্তিশালী Motorola Edge 40 স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

অত‍্যাধিক মজবুত নোকিয়া এক্স‌আর21 স্মার্টফোন‌

 

  • IP69K Rating
  • high-pressure
  • high-temperature
  • MIL-STD-810H certification

 

Nokia XR21 ফোন‌টি মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং এটি সলিড বডির ফোন। পাথরের মতো কঠিন সার্ফেসে পড়লেও ফোনের কোনো ক্ষতি হবে না এবং ফোনটি সক্রিয়ভাবে কাজ করবে। এই ফোনটি আইপি69 রেটিং পেয়েছে যা এটিকে জল এবং ডাস্ট প্রুফ করে তোলে।

নোকিয়া‌র এই ফোনটি দীর্ঘ সময় জলে অথবা কাদায় বা ধূলোতে পড়ে থাকলেও সুরক্ষিত থাকবে। এছাড়াও অত‍্যাধিক গরম অথবা অত‍্যাধিক ঠান্ডা আবহাওয়া‌তেও ফোনটি সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। ফোনটি অন‍্যান‍্য ফোনের তুলনায়‌ও অধিক প্রেশার সহ‍্য করতে পারে। অর্থাৎ ফোনের উপরে ভারী ওজনের কোনো বস্তু রাখলেও এটির কিছু হবে না। আরও পড়ুন: নাম্বার প্লেট থেকে জানা যাবে গাড়ির সমস্ত তথ্য, জেনে নিন বিস্তারিত

নোকিয়া এক্স‌আর21 ফোনের স্পেসিফিকেশন

Nokia XR21-এর স্ক্রিন

  • 6.49″ FHD+ LCD
  • 120Hz refresh rate

নোকিয়া এক্স‌আর21 স্মার্টফোনে ফুল‌এইচডি+ রেজলিউশনযুক্ত 6.49 ইঞ্চির বড়ো স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে‌টি আইপিএস এলসিডি প‍্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব‍্যবহার করায় ফোনটি জলে ভেজা হাত অথবা গ্লাভস পড়েও ব‍্যবহার করা যাবে।

Nokia XR21 ফোনের প্রসেসর

  • Qualcomm Snapdragon 695
  • 6GB RAM + 128GB storage

নোকিয়ার এই ফোনে 4 বছরের সিকিউরিটি আপডেট এবং 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 695 অক্টাকোর প্রসেসর রয়েছে। Nokia XR21 ফোনটি 6জিবি র‍্যামসহ 128জিবি মেমোরি সাপোর্ট করে। এছাড়া মেমোরি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে। আরও পড়ুন: Telegram এ প্রতারণার শিকার পুণের এক ব্যক্তি, খোয়ালেন 8.56 লাখ টাকা! জেনে নিন ডিটেইলস

Nokia XR21-এর ক‍্যামেরা

  • 64MP Rear Camera
  • 16MP Selfie Camera

নোকিয়ার এই মোবাইল‌টি ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিঙের জন্য Nokia XR21 ফোনটি এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Nokia XR21 ফোনের ব‍্যাটারি

  • 33W Fast Charging
  • 4,800mAh Battery

নোকিয়ার এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,800 এম‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। ব‍্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য কোম্পানি এই ফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিসহ লঞ্চ করেছে। আরও পড়ুন: বিনোদনের মেলা বসতে চলেছে এই সপ্তাহে! দেখে নিন এই সপ্তাহে‌ রিলিজ হ‌ওয়া নতুন ফিল্ম এবং সিরিজের লিস্ট

নোকিয়া এক্স‌আর21 ফোনের দাম

Nokia XR21 ফোনটি কোম্পানি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের সঙ্গে সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করেছে। এই ফোনের দাম রাখা হয়েছে £499 যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 51,000 টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Midnight Black এবং Pine Green এই দুটি কালারে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here