16GB র‍্যাম সহ লঞ্চ হল Techno Camon 20 Premier 5G, জেনে নিন দাম

Highlights

  • Camon 20 সিরিজের নতুন মোবাইল ভারতে লঞ্চ হয়েছে।
  • প্রথমবারের মতো এতে সেন্সর শিফট স্টেবিলাইজেশন টেকনোলজিস দেওয়া হয়েছে।
  • ই-কমার্স সাইট Amazon এ এই ফোনটির সেল শুরু হবে।

Tecno মে মাসে তাদের Camon 20 সিরিজের অধীনে Tecno Camon 20, Camon 20 Pro 5G এবং Camon 20 Premier 5G লঞ্চ করেছিল। যদিও তখন বড় ভেরিয়েন্ট Premier 5G এর দাম প্রকাশ করা হয়নি। যা এখন অফিসিয়ালি জানানো হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে প্রথম 24GB পর্যন্ত RAM সহ লঞ্চ হল Realme Narzo 60 5G সিরিজ, জেনে নিন ডিটেইলস

Tecno Camon 20 Premier 5G ফোনের দাম

TECNO মোবাইলটি ভারতে Amazon-এ 29,999 টাকা দামে তালিকাভুক্ত হয়েছে। এটি ফোনের 8GB RAM + 512 GB ইন্টারনাল স্টোরেজ সহ মডেলের দাম। এই ডিভাইসটি নীল এবং কালো দুটি রঙের কালার অপশনে পাওয়া যাবে। আগামী দিনে ই-কমার্স সাইটে ফোনটির সেল শুরু হবে।

Tecno Camon 20 Premier 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Tecno এর এই নতুন 5G ফোনে একটি 6.67-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ডিভাইসটিতে একটি 6nm বেসড অক্টা-কোর MediaTek Dimensity 8050 প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে ARM G77MC9 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 8GB LPDDR4X RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে 8GB পর্যন্ত এক্সটেন্ডেড RAM সাপোর্ট রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Camon 20 Premier এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে প্রথমবার সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন যুক্ত PDAF, f/1.77 অ্যাপারচার যুক্ত 50MP6P + 1G লেন্স, 108MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স, f/2.4 অ্যাপারচার যুক্ত 2MP পোর্ট্রেট লেন্স রয়েছে। এই ক্যামেরায় অক্টা রিং ফ্ল্যাশ এবং লেজার অটোফোকাস টেকনোলজি দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ সহ একটি 32MP ক্যামেরা রয়েছে।
  • কানেক্টিভিটি: এই মোবাইলে 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.2, NFC এর মত ফিচার পাওয়া যায়।
  • OS: এই ডিভাইসটি Android 13 বেসড Tecno HiOS 13 এ রান করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here