আপনি কি ডিজনি প্লাস হটস্টারে প্রকাশিত জনপ্রিয় ওয়েব সিরিজ The Night Manager দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। এই সিরিজের স্টার কাস্টই নয়, এর কাহিনিও অসাধারণ। সম্প্রতি এই সিরিজটি নিয়ে অনেক আলোচনা চলছে এবং অনেকেই এই সিরিজটি দেখার পরামর্শও দিচ্ছেন। এই ওয়েবসিরিজটি আপনারা OTT প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আসলে, এটি ব্রিটিশ সিরিজের ভারতীয় রূপান্তর, যেখানে টম হিডলস্টন মার্ভেল স্টুডিওর সুপারহিরো সিনেমায় লোকির ভূমিকায় অভিনয় করেছিলেন। আজকের এই পোস্টে আপনাদের The Night Manager সিরিজটি দেখার 5 টি কারণ সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: iPhone 14 Pro ফোনের মত ডিসপ্লেসহ লঞ্চ হবে Xiaomi 13 Lite! ফ্রন্ট প্যানেলে থাকবে 32MP ডুয়াল সেলফি ক্যামেরা
আকর্ষণীয় চরিত্র
এই ওয়েব সিরিজের প্রতিটি চরিত্রই নিজেদের জায়গায় বেশ মানানসই হয়েছে। এই ওয়েব সিরিজে, শান্তনু সেনগুপ্ত ওরফে শান সেনগুপ্ত নৌবাহিনীর একজন প্রাক্তন লেফটেন্যান্ট, এই চরিত্রে আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন। এরই সিরিজে তিনি একটি হোটেলের নাইট ম্যানেজার হয়েছেন এবং এর ওপর সিরিজের নামও রাখা হয়েছে। এছাড়াও অনিল কাপুর শৈলেন্দ্র রুংটার চরিত্রে অভিনয় করেছেন যিনি একজন হোয়াইট কলার অস্ত্র ব্যবসায়ী। যেখানে শৈলেন্দ্র রুংটা অর্থাৎ শৈলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালা। এছাড়াও এই সিরিজে তিলোত্তমা শোম রয়েছেন যিনি একজন ভারতীয় RAW এজেন্ট লিপিকা সিয়াকিয়া রাও-এর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও সিরিজে এমন অনেক অভিনেতা রয়েছেন, যাদের অভিনয় আপনার ভালো লাগবে।
অসাধারণ অভিনয়
অভিনয়ের দিক থেকে এই সিরিজের সব চরিত্রই সফল হয়েছে। শানের চরিত্রে আদিত্য রায় কাপুরের অভিনয় আপনাদের বেশ পছন্দ হবে, যিনি এক মুহুর্তে শান্ত থাকেন এবং পরের মুহূর্তে তার আচরণ পালটে ফেলেন। এছাড়াও অনিল কাপুর বরাবরের মতোই তার অভিনয়ের জাদুতে চরিত্রটিকে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে ব্রিজ পাল ওরফে বিজে চরিত্রটিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি। তার কাজও আপনাকে আকৃষ্ট করবে। কাবেরী চরিত্রে অভিনয় করেছেন শোভিতা। আরও পড়ুন: ‘Heeramandi’ সিরিজের Teaser রিলিজ, জেনে নিন কবে এবং কোথায় স্ট্রিম হবে
ইন্টারন্যাশনাল ফিল
ওয়েব সিরিজ ‘The Night Manager’-এর লুক এবং ফিল ইন্টারন্যাশনাল । আসলে এই সিরিজের শুটিং হয়েছে বিদেশে। এই সিরিজটি দেখে আপনার মনে হবে আপনি একটি ইংরেজি ওয়েব সিরিজের হিন্দি ভার্সন দেখছেন। যদিও কাহিনিটি মৌলিক নয় তবে নির্দেশনা চমৎকার।
দুর্দান্ত কাহিনি
এই সিরিজের কাহিনি রোহিঙ্গা মুসলমানদের বাস্তুচ্যুত ইস্যুতে বাংলাদেশের বিক্ষোভ দিয়ে শুরু হয়। এরপর দেখানো হয়েছে কিভাবে বেগম সাফিনা 14 বছর বয়সে ভারতে যেতে আদিত্যের সাহায্য নিতে চান। কিন্তু, শান তাকে বাঁচাতে পারেনি এবং সে মারা যায়। এর পর শুরু হয় আসল ঘটনা,যেখানে আদিত্য এবং অনিল কাপুরের দেখা যায়।মাঝখানে কাহিনি কিছুটা ধীরগতির হয়ে যায়৷ তবে এই সিরিজে অ্যাকশন থেকে রোমান্স সবই দেখানো হয়েছে। আরও পড়ুন: দেখে নিন Samsung এর লো বাজেট এবং সেরা 5G স্মার্টফোনের তালিকা
প্রথম সিজনে দেখানো হয়েছিল দ্বিতীয় সিজনের প্রিক্যাপ
আসলে, ‘The Night Manager’ হিন্দির প্রথম সিজনে, এমন অনেক প্রশ্ন থেকে যায়, যা দেখার জন্য দর্শকরা এখন এর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করছেন। এই সিরিজের প্রথম সিজন ভীষণ রোমাঞ্চকর ছিল। পাশাপাশি দর্শকদের বেধে রাখতে এই সিরিজের দ্বিতীয় সিজনের প্রি-ক্যাপ দেখানো হয়েছে।
নোট: এই সিরিজটি দুটি অংশে মুক্তি পাচ্ছে। বর্তমানে এর চারটি পর্ব প্রকাশিত হয়েছে। একইসঙ্গে, দ্বিতীয় সিজনের পর্বগুলো জুনে স্ট্রিম হবে। দর্শকরা এখন এর দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন