Home টপ সংগ্রহ দেখে নিন JioCinema-তে আপকামিং ফিল্মের লিস্ট, শীঘ্রই মুক্তি পাবে একাধিক দুর্দান্ত ফিল্ম

দেখে নিন JioCinema-তে আপকামিং ফিল্মের লিস্ট, শীঘ্রই মুক্তি পাবে একাধিক দুর্দান্ত ফিল্ম

জিওসিনেমা এই বছর ওটিটি সেক্টরে পা রেখেছে এবং নিজেকে আরও আকর্ষণীয় করে সাজিয়ে তোলার প্রস্ততি নিচ্ছে। ইতিমধ্যে জুন মাসে এই প্ল্যাটফর্মে এমন কিছু ফিল্ম রিলিজ হয়ে গেছে যেখানে অ্যাকশনের পাশাপাশি বিনোদনের বিপুল সম্ভার পাওয়া যাবে। জানিয়ে রাখি সম্প্রতি Jio Studios ঘোষণা করে জানিয়ে দিয়েছিল তাদের কাছে 100টিরও বেশি নতুন প্রোজেক্ট লাইনআপে রয়েছে। তবে এখনও পর্যন্ত অল্প কিছু ফিল্মের নাম এবং রিলিজ ডেট প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক এইসব আপকামিং ফিল্ম সম্পর্কে। আরও পড়ুন: মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হতে পারে Redmi 12C স্মার্টফোনের নতুন ভেরিয়েন্ট, জেনে নিন স্পেসিফিকেশন

JioCinema-তে মুক্তি পেতে চলেছে এইসব মুভি

জানিয়ে রাখি Jio Studios মারাঠি, গুজরাটি, বাংলা, ভোজপুরীসহ বিভিন্ন ভাষায় ফিল্ম লঞ্চের মধ্য দিয়ে দেশের প্রতিটি অংশে জনপ্রিয়তা অর্জন করতে চাইছে। এখনও পর্যন্ত জিও সিনেমায় অল্প কিছু মুভির রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে জার মধ্যে কিছু মুক্তি পেয়েছে এবং এই মাসে আরও কিছু রিলিজ হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Amazon Prime Lite মেম্বারশিপ প্ল্যান, পাবেন এইসব সুবিধা, জেনে নিন দাম

নোট: উপরোক্ত তালিকার মুভিগুলির রিলিজ ডেট প্রকাশ্যে এলে আমরা এই পোস্ট আপডেট করে দেব।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন