লঞ্চের আগেই জানা গেল ডুয়েল পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V17 Pro এর দাম, ভারতে লঞ্চ হবে 20 সেপ্টেম্বর

টেক কোম্পানি Vivo ভারতে প্রথম ডুয়েল পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত হয়ে গেছে। কোম্পানি ঘোষণা করে দিয়েছে যে আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর ভারতে তাদের “ভি সিরিজ” এর ফোনের সংখ্যা বাড়িয়ে কোম্পানি নতুন ফোন লঞ্চ করবে যা Vivo V17 Pro নামে বাজারে আসবে। Vivo V17 Pro সম্পর্কে আমরা গত সপ্তাহে এক্সক্লুসিভ তথ্য দিয়েছিলাম যে 19 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে এই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে যাবে এবং 27 সেপ্টেম্বর থেকে ফোনটির সেল শুরু হবে। এবার লঞ্চের আগেই Vivo V17 Pro ফোনটির দাম জানা গেছে। 

Xiaomi ভারতে পেশ করল চারটি নতুন স্মার্ট টিভি, Mi TV 4X এর সঙ্গে লঞ্চ হল Mi Smart Band 4

দি মোবাইল ইন্ডিয়ান Vivo V17 Pro ফোনটির দাম সম্পর্কে জানিয়েছে। ওয়েবসাইট তাদের সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী লিখেছে Vivo V17 Pro ফোনটি 29,990 টাকা দামে লঞ্চ করা হবে। রিপোর্টে আপাতত এটি বলা হয়নি যে এই দাম ফোনটির কোন ভেরিয়েন্টের জন্য রাখা হবে। এবং এটাও জানা যায়নি যে Vivo V17 Pro এর প্রাথমিক ভেরিয়েন্ট এই দামে লঞ্চ করা হবে নাকি কোনো হায়ার ভেরিয়েন্ট। তবে Vivo V17 Pro এর সঠিক দাম জানার জন্য 20 সেপ্টেম্বরের অপেক্ষা করা হচ্ছে। 

ডিজাইন

Vivo V17 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে ফুল ভিউ বেজল লেস ডিজাইনে তৈরি। এই ফোনের ডিসপ্লেতে কোনো নচ বা সেন্সর দেওয়া হয়নি। ফোনটির ডিসপ্লের চারদিক সম্পূর্ণভাবে বেজল লেস। সেলফির জন্য এই ফোনে পপ আপ মেকানিজম দেওয়া হয়েছে। এক‌ই ভাবে Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপের মধ্যে ফ্ল‍্যাশ লাইট থাকবে এবং এর দুটি ক‍্যামেরা সেন্সর ফ্ল‍্যাশের ওপরে এবং দুটি সেন্সর ফ্ল‍্যাশ লাইটের নিচে দেওয়া হবে। 

Realme 5 Pro এখন রিটেইল স্টোরেও বিক্রি হবে, জেনে নিন ফোনটির অফলাইন দাম

ডুয়েল পপ আপ

Vivo V17 Pro এর সবচেয়ে বড়ো বিশেষত্ব হবে এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে দুটি ক‍্যামেরা সেন্সর থাকবে এবং ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। সেলফির জন্য এই ফোনে দুটি ক‍্যামেরা সেন্সর পপ আপ মেকানিজমে অবস্থিত হবে। এতদিন বাজারে সিঙ্গেল পপ আপ সেলফি ক‍্যামেরা এবং শার্কফিন পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন দেখা গেছে। সেখানে দাঁড়িয়ে Vivo V17 Pro প্রথম ডুয়েল পপ আপ সেলফি ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন হতে চলেছে। Vivo V17 Pro তে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেখা যাবে। 

স্পেসিফিকেশন

Vivo V17 Pro এর স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি তবে মিডিয়া রিপোর্ট এবং লিকের তথ্য অনুযায়ী এই ফোনটি 2440 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44  ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। Vivo V17 Pro এর স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট দেখা যেতে পারে। লিক অনুযায়ী Vivo V17 Pro তে 8 জিবি র‍্যাম থাকবে যা 128 জিবি মেমরিসহ পেশ করা হবে। 

লঞ্চ হলো বিশ্বের প্রথম ডুয়েল পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Vivo NEX 3, 12 জিবি র‍্যামের সঙ্গে ফোনটি রান করে স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেলে চারটি এবং সেলফির জন্য দুটি সেন্সর দেওয়া হবে। অর্থাৎ এই ফোনে মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর থাকবে থাকবে। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এক‌ই ভাবে ডুয়েল পপ আপ ক‍্যামেরায় 32 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের সেন্সর দেখা যেতে পারে। Vivo V17 Pro তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here