Vivo V30 এবং V30 Pro ফোনের পর আসতে চলেছে Vivo V30e! বক্স সহ ফটো এল প্রকাশ্যে

Vivo V30 সিরিজ কিছু দিন আগেই ভারতে এই সিরিজের অধীনে Vivo V30 এবং V30 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোন যথাক্রমে 33,999 এবং 41,999 টাকা দামে সেল করা হয়েছে। এই প্রিমিয়াম ডিভাইসগুলির পর এবার এই সিরিজের নতুন Vivo V30e ফোনও প্রকাশ্যে এসেছে।

Vivo V30e এর ইমেজ

Vivo V30e স্মার্টফোনের রিটেইল বক্স ইন্টারনেটে লিক হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করার আগেই এই ফোনের ডিজাইন এবং লুক প্রকাশ্যে এসে গেছে। টিপস্টার পারাস গুগ্লানি এক্স (টুইটার) মাধ্যমে ফোনের বক্স ইমেজ শেয়ার করেছে, একইসঙ্গে জানিয়েছে শীঘ্রই Vivo V30e ফোনটি ভারতে লঞ্চ করা হবে। নীচে জানানো হল এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V30e এর স্পেসিফিকেশন

  • Qualcomm Snapdragon 6 Gen 1
  • Android 14
  • 8GB RAM
  • Curved Display

লিক অনুযায়ী Vivo V30e স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকর প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি চিপসেট রয়েছে যা 2.2GHz স্পীড সহ 4 Cortex-A78 কোর এবং 1.8GHz ক্লক স্পীড সহ 4 Cortex-A55 কোর যোগ করা হয়েছে।

লিক অনুযায়ী Vivo V30e 5G ফোনে 8 জিবি RAM মেমরি সহ বাজারে পেশ করা হবে। তবে এই ফোনের একাধিক ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোন পাঞ্চ-হোল কার্ভ ডিসপ্লে এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোন Artistic Red এবং Artistic Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here