ভিভো এই মাসে ভারতীয় বাজারে তাদের ভি স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের ভি11 ও ভি11 প্রো লঞ্চ করে। এই দুটি ফোনই ভি শেপের হ্যালো নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। আজ কোম্পানি ভি সিরিজে আরও একটি ফোন জুড়ে ভারতে ভি9 প্রো লঞ্চ করে দিয়েছে। ভিভোর পক্ষ থেকে ভি9 প্রো 17,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়ায় সেল করা হবে।
ভিভো ভি9 প্রো কোম্পানির মার্চ মাসে ভারতে লঞ্চ করা স্মার্টফোন ভি9 ফোনটির আপডেটেড ভার্সন। ভিভো ভি9 কোম্পানির প্রথম এমন ফোন যা নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। ভিভো ভি9 প্রো আমাজন ইন্ডিয়ায় লিস্টেড করে দেওয়া হয়েছে এবং আজ থেকেই ফোনটির সের শুরু হয়ে যাবে। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ভিভো ভি9 প্রো 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা নচ ডিসপ্লে সাপোর্ট করে।
ভিভো ভি9 প্রোতে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা ফনটাচ ওএস 4.0 দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এবং গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 512 জিপিইউ দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ভি9 প্রোতে 6 জিবি র্যাম যোগ করা হয়েছে। এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ভি9 প্রোতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো ভি9 প্রো একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,260 এমএএইচ ব্যাটারী আছে। ভিভো ভি9 প্রো ফোনটি 17,990 টাকার বিনিময়ে আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।