ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • Vivo Y36 ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে।
  • ভারতে এর দাম 20,000 টাকা।
  • এই ফোনে Qualcomm Snapdragon প্রসেসর থাকবে।

Vivo শীঘ্রই ভারতে তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি ভারতে Vivo Y36 4G ফোনটি 20,000 টাকায় লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনের লঞ্চের টাইম লাইন এবং স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। যদিও এই মুহূর্তে Vivo অফিসিয়ালি কিছু জানায়নি। টিপস্টার Paras Guglani এর মতে এই ফোনটি জুন মাসের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হতে পারে। এই পোস্টে আপনাদের Vivo এর এই আসন্ন ফোনটির সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন Youtube Shorts ভিডিও ডাউনলোড করার অত্যন্ত সহজ পদ্ধতি

Vivo Y36 4G ফোনের দাম (লিক)

Vivo Y36 স্মার্টফোনটি ভারতে 20,000 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। Vivo এর এই ফোনটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। এই ফোনটি একই স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হতে পারে।

লিক রিপোর্টে ফোনটির র‍্যাম এবং স্টোরেজ সম্পর্কে কোনো তথ্য জানা যায় নি।ইন্দোনেশিয়ায় এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ IDR 3,399,000 (প্রায় 18,700 টাকা) দামে লঞ্চ হয়েছে।

Vivo এর আসন্ন Y36 4G স্মার্টফোনটি ভারতে গোল্ড এবং কালো রঙের কালার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটিতে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল থাকবে, যা ডুয়াল ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে। এর পাশাপাশি ফোনটিতে ফ্ল্যাট ফ্রেমের সাথে সেলফির জন্য একটি পাঞ্চ হোল কাটআউট থাকবে। আরও পড়ুন: UPI এর নতুন রেকর্ড! এক মাসের মধ্যে 9.41 বিলিয়ন ট্রানজংকশন, করা হয়েছে 14.89 লক্ষ কোটি টাকার লেনদেন

Vivo Y36 4G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে: এই Vivo ফোনে একটি 6.64-ইঞ্চি IPS LCD প্যানেল দেওয়া যেতে পারে, যেখানে Full-HD+ রেজলিউশন থাকবে। এই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্যপাঞ্চ হোল কাটআউট থাকবে এবং যেখানে 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। এই ফোনে 950 নিটস ব্রাইটনেস থাকবে।

প্রসেসর: এই ফোনে Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর দেওয়া যেতে পারে।

RAM এবং স্টোরেজ: এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ দেওয়া যেতে পারে।

ব্যাটারি এবং চার্জিং: এই ফোনে 5000mAh ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। আরও পড়ুন: আন্তর্জাতিক স্প্যাম নম্বরসহ ভারতে ব্যান হল 74 লাখ WhatsApp অ্যাকাউন্ট, জেনে নিন ডিটেইলস

আকার এবং ওজন: এই ফোনটির ডায়মেনশন 164.06mm x 76.17mm x 8.07 mm এবং ওজন 202 গ্রাম।

রেয়ার ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা 50MP এবং সেকেন্ডারি ক্যামেরা 2MP থাকবে।

ফ্রন্ট ক্যামেরা: এই Vivo ফোনে একটি 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

সফ্টওয়্যার: Vivo Y36 4G স্মার্টফোনটি Android 13 বেসড Funtouch OS 13-এ রান করবে। আরও পড়ুন: কতটা ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের রেডিয়েশন? কীভাবে চেক করবেন আপনার ফোনের SAR Value?

অন্যান্য স্পেসিফিকেশন: অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে এই ফোনে IP54 রেটিং, ব্লুটুথ 5.1, মাইক্রোএসডি কার্ড, 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট এবং GPS থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here