মাত্র 46 টাকায় Vodafone Idea নিয়ে এল 28 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান, জেনে নিন বেনিফিট

টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া তাদের সস্তা প্রিপেইড প্ল‍্যানের লিস্টে আরও একটি নতুন প্ল‍্যান জুড়ে দিয়েছে। এই প্ল‍্যানটি মাত্র 46 টাকা দামে কেরল সার্কেলে লঞ্চ করা হয়েছে। এই প্ল‍্যানে লোকাল অন নেট কলের জন্য রাতে 100 টকটাইম মিনিট পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে অন্য কোনো বেনিফিট পাওয়া যাবে না। অর্থাৎ এই প্ল‍্যানে বেটা বা এস‌এম‌এস পাওয়া যায় না, যদি কোনো ইউজারের এইসব বেনিফিট প্রয়োজন হয় তবে তাকে আলাদা করে রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ

কোম্পানি তাদের এই প‍্যাকে 28 দিনের ভ‍্যালিডিটি দেয়। এছাড়া এই প্ল‍্যানের বেনিফিট কোম্পানির 24 টাকা দামের প্ল‍্যানের বেনিফিটের মতোই। পার্থক্য শুধুমাত্র ভ‍্যালিডিটির দিক থেকে। এই 14 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 14 দিন। ভোডাফোন তাদের 46 টাকা দামের প্ল‍্যানটি কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড করেছে। সবার আগে OneTech ওয়েবসাইটের পক্ষ থেকে এই ভাউচারটি স্পট করা হয়।

এই ভাউচারে লোকাল ও ন‍্যাশানাল কলের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয়। এই প্ল‍্যানের 100 মিনিট টকটাইম রাত 11টা থেকে সকাল 6টার মধ্যে ব‍্যবহার করা যাবে। আগেই জানিয়েছি ডেটা, কল ও এস‌এম‌এস উপভোগ করার জন্য ইউজারদের এই প্ল‍্যানটির সঙ্গে আলাদাভাবে রিচার্জ করতে হবে।

আরও পড়ুন: Airtel ও Vodafone Idea ইউজারদের জন্য খারাপ খবর, ট্রাই ব্লক করল কোম্পানির প্ল‍্যান, জেনে নিন কারণ

প্রসঙ্গত ভোডাফোন কয়েক দিন আগে 819 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানের অন‍্যতম উল্লেখযোগ্য বেনিফিট হল দীর্ঘমেয়াদী ভ‍্যালিডিটি ও কল। এছাড়াও এই প্ল‍্যানে ইউজারদের বেশ কিছু অ্যাডিশনাল বেনিফিট‌ও দেওয়া হয়।

এই প্ল‍্যানটি রিচার্জ করার পর যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই প্ল‍্যানে ভোডাফোন প্লে ও জি5 এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আরও পড়ুন: Vodafone এর সবচেয়ে সস্তা প্ল‍্যান, বাম্পার ডেটার সঙ্গে বিনামূল্যে ভয়েস কলের আনন্দ

কোম্পানির এই প্ল‍্যানে মোট 84 দিনের ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়।।অর্থাৎ এই প্ল‍্যানটি রিচার্জ করলে মোট 168 জিবি ডেটা উপভোগ করা যায়। প্রতিদিনের দাম হিসাব করলে দেখা যায় এক দিনে 2 জিবি ডেটা পাওয়া যায় মাত্র 9 টাকা 75 পয়সা দরে অর্থাৎ মাত্র 10 টাকারও কম দামে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here