‘Android Go’ কি এবং সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পার্থক্য কোথায়? জেনে নিন ডিটেইলস

বর্তমানে মার্কেটে অ্যাপেলের আইফোন ও অন‍্যান‍্য স্মার্টফোনের সবচেয়ে বড় পার্থক্য হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপেল ছাড়া অন‍্য যে কোনো মোবাইল কোম্পানি বা স্মার্টফোন ব্র‍্যান্ড তাদের ফোনে টেক জগতের অন‍্যতম কোম্পানি গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব‍্যবহার করে। প্রতি বছর গুগল তাদের অপারেটিং সিস্টেমকে আরও অ্যাডভান্স করার জন্য নতুন ভার্সন লঞ্চ করে, এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড 11। কিন্তু সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি আরেকটি নাম প্রায়ই শোনা যায়, সেটি হল ‘অ্যান্ড্রয়েড গো’ এডিশন। কখনও কি আপনার মনে প্রশ্ন জেগেছে, অ্যান্ড্রয়েড গো আবার কি? এর সঙ্গে সাধারণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পার্থক্য কোথায়? কোনটি বেশি ভালো? আজ এই পোস্টে আমরা এইসব প্রশ্নেরই উত্তর দিতে চলেছি।

প্রথমেই বলে রাখি অন‍্যান‍্য দেশে Android ‘Go’ Edition যতই অপছন্দ করা হোক না কেন ভারতে এর যথেষ্ট জনপ্রিয়তা আছে। স্মার্টফোন ইউজার থেকে শুরু করে ভারতের মোবাইল ফোন ইন্ডাস্ট্রি পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে অপারেটিং সিস্টেমের এই ভার্সন এবং অদূর ভবিষ্যতে এর প্রমাণ‌ও পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক Android ‘Go’ Edition কি এবং ভারতীয় ইউজাররা এর ফলে কতটা উপকৃত হবেন?

Android ‘Go’ Edition কি?

এক কথায় বলা যায় Android ‘Go’ Edition হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইট ভার্সন। গুগল যখন তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপডেট দেয় তখন ডাউনলোড এবং ইনস্টল করার জন্য ফোনের ইন্টারনাল স্টোরেজ ও সিস্টেম র‍্যামের কিছু এমবি মেমরি দখল করে নেয়। অপারেটিং সিস্টেমের ব‍্যবহার করা এই স্পেস খুব বেশি না হলেও যেসব এন্ট্রি লেভেল ফোনে 1 জিবি বা 2 জিবি র‍্যাম এবং অল্প স্টোরেজ থাকে সেই সব ফোনে ওএস ডাউনলোড করে ইনস্টল করতে সমস‍্যার সম্মুখীন হতে হয়।

এইসব ফোনের কথা মাথায় রেখেই গুগল তৈরি করেছে Android ‘Go’ Edition।এই ওএস বিশেষ করে সেইসব ফোনে দেখা যায় যেগুলিতে 1 জিবি বা 2 জিবি র‍্যাম থাকে। এই ধরনের এন্ট্রি লেভেল এবং লো বাজেট স্মার্টফোনে Android ‘Go’ Edition ডাউনলোড এবং প্রসেসিং করতে খুবই সামান্য স্পেস লাগে এবং ফোনের হালকা চিপসেটে বেশি চাপ‌ও পড়ে না।

কম র‍্যাম ও হালকা চিপসেটযুক্ত ফোনের জন্য তৈরি Android ‘Go’ Edition এর স্মুথ ও ল‍্যাগ ফ্রি প্রসেসিঙের জন্য গুগল এই অপারেটিং সিস্টেমে বিভিন্ন ‘লাইট’ অ্যাপ যোগ করেছে। Android ‘Go’ Edition যুক্ত স্মার্টফোনে গুগলের বানানো বিভিন্ন অ্যাপের ‘গো’ ভার্সন দেওয়া হয়। ব্রাউজিংয়ের জন্য এতে Google Go এবং Youtube Go এর পাশাপাশি অন‍্যান‍্য কাজের জন্য Gallery Go, Camera Go, Assistant Go এর মতো ফিচার দেখা যায়।

Android ‘Go’ Edition এর জন্য সমস্ত গুগল অ্যাপ এমন ভাবে তৈরি করা হয় যাতে সেগুলি ফোনের বেশি র‍্যাম ও স্টোরেজ দখল না করে। অল্প মেমরি ব‍্যবহার করেও এই অ্যাপগুলি দ্রুত লোড হয় এবং স্মুথ রান করতে পারে। এছাড়া এই অ্যাপগুলির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এগুলি ফোনের ইন্টারনেট ডেটার খরচ কমায় এবং ব‍্যাটারীও কম ব‍্যবহার করে। এক কথায় ফাস্ট, হেল্পফুল ও ইজি টু ইউজ।

সুবিধা কি?

Android ‘Go’ Edition এর বিভিন্ন ফিচার জানার পর নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কোনো লো বাজেট ও এন্ট্রি লেভেল স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম যোগ করলে কি বেনিফিট পাওয়া যায়। এই অপারেটিং সিস্টেম ডেটা সেভ করে এবং ইন্টারনেটের খরচ কমায়। গুগলের বক্তব্য অনুযায়ী শুধুমাত্র এই অপারেটিং সিস্টেম থাকার ফলে কোনো এন্ট্রি লেভেল স্মার্টফোনে অ্যাপ সাধারণের চেয়ে 15 শতাংশ দ্রুত কাজ করে।

অ্যান্ড্রয়েড 11 গো এডিশনের ফোনে 270 এমবি পর্যন্ত র‍্যাম খালি থাকে যা বেশি অ্যাপ রান করার বা গেম খেলার কাজে আসবে। এক‌ইভাবে গো এডিশনের অ্যাপ সাধারণ অ্যাপের তুলনায় 900 এমবি পর্যন্ত অতিরিক্ত ফোন স্টোরেজ বাঁচায়। Android 11 ‘Go’ Edition এ গুগল লেন্স যোগ করা হয়েছে যা টেক্সট থেকে স্পীচে পরিবর্তন করতে পারে এবং এই ওএসে সুন্দর বিল্ট ইন সিকিউরিটি সিস্টেম পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here