Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর পর এবার আসতে চলেছে Xiaomi 14T Pro, জানা গেল তথ্য

আগামী 7 মার্চ ভারতে Xiaomi 14 লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটে এই সিরিজের Xiaomi 14 Ultra ফোনটি ইতিমধ্যে পেশ করা হয়েছে, তবে ভারতে এখনই এই ফোনটি লঞ্চ করা হবে না। এই দুটি ফোন ছাড়াও এই সিরিজে আরও একটি নতুন ফোন যোগ হতে চলেছে। এই ফোনটি Xiaomi 14T Pro নামে পেশ করা হবে এবং IMEI ডাটাবেসে এই ফোনটি স্পট করা হয়েছে। ভারতে এখনই এই ফোনের লঞ্চ সম্পর্কে সন্দেহ আছে, তবে Xiaomi 14T Pro ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi 14T Pro এর সার্টিফিকেশন ডিটেইলস

  • শাওমি 14T Pro স্মার্টফোনটি আইএমইআই ডাটাবেসে দেখা গেছে।
  • এখানে ফোনের দুটি মডেল উল্লেখ করা হয়েছে, একটি লোকাল মডেল এবং অন্যটি গ্লোবাল মডেল হবে বলে মনে করা হচ্ছে।
  • লোকাল মডেলের মডেল নাম্বার 2407FPN8ER এবং গ্লোবাল মডেলের মডেল নাম্বার 2407FPN8EG।
  • জানিয়ে রাখি লিস্টিংয়ে উল্লেখিত লোকাল মডেলটি জাপানের জন্য।
  • উল্লেখ্য জাপানের মডেল নাম্বারটি সহ চীনে একটি শাওমি ফোন আগেই লিস্টেড করা হয়েছে
  • চীনে Redmi K70 Ultra ফোনটি 2407FPN8ER মডেল নাম্বার সহ পেশ করা হবে।
  • তাই মনে করা হচ্ছে চীনে আসন্ন Redmi K70 Ultra ফোনটিই জাপান এবং গ্লোবাল বাজারে Xiaomi 14T Pro নামে লঞ্চ করা হতে পারে।

Xiaomi 14T Pro / Redmi K70 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: আপকামিং শাওমি রেডমি ফোনে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4000 নিট পীক ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
  • পারফরম্যান্স: Xiaomi 14T Pro এবং Redmi K70 Ultra স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট দেওয়া হতে পারে। গ্রাফিক্সের জন্য এতে মালি জি720 ইম্মোর্টালিস এমপি12 জিপিইউ থাকতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
  • ক্যামেরা: এই ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। এতে OIS ফিচার সহ 50MP Sony IMX LYTIA 800 প্রাইমারি, 108MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি টেলিফোটো লেন্স থাকতে পারে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here