Amazon India Prime Day সেলে পাবেন এই 10টি বড় ডিল, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 15 জুলাই থেকে Prime Day সেল শুরু হতে চলেছে।
  • শুধুমাত্র Amazon Prime মেম্বাররা এতে অংশ নিতে পারবেন।
  • লঞ্চ অফার থেকে শুরু করে পুরানো প্রোডাক্টেও ডিসকাউন্ট পাওয়া যাবে।

আপনি যদি নিজের জন্য বা আপনার বাড়ির জন্য নতুন কোন জিনিস কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ দুই দিনের Prime Day সেল 15 জুলাই থেকে শুরু হতে চলেছে,যা 16 জুলাই পর্যন্ত চলবে। এই সময়ে নতুন প্রোডাক্ট লঞ্চ অফারের পাশাপাশি পুরনো প্রোডাক্টগুলিতেও বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে। এই পোস্টে আপনাদের সেল চলাকালীন পাওয়া সেরা 10টি ডিল সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: কখন, কোথায় এবং কিভাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট লাইভ স্ট্রিমিং এবং টেলিকাস্ট দেখতে পাবেন, জেনে নিন ডিটেইলস

Amazon এর 10টি দুর্দান্ত ডিল

  • স্মার্টফোনে ডিল
  • মোবাইল Accessories ডিল
  • হোম ইলেকট্রনিক্স ডিল
  • স্মার্ট টিভিতে ডিল
  • ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টে ডিল
  • কিচেন আইটেম এ ডিল
  • গ্রসারিতে ডিল
  • বই, গেম এবং খেলনায় ডিল
  • smartwatch ডিল
  • অন্যান্য অফার

স্মার্টফোনে ডিল

Amazon Prime Day সেল চলাকালীন আপনি Apple এর স্মার্টফোনে প্রচুর ডিসকাউন্ট পাবেন। Apple iPhone 14 ফোনটি 15 এবং 16 জুলাইয়ের এই সেলটিতে অনেক ডিসকাউন্ট সহ কেনা যাবে। Amazon-এর তরফে জানানো হয়েছে যে 79,900 টাকা দামে লঞ্চ হওয়া এই ডিভাইসটি মাত্র 66,499 টাকা দামে সেলের সময় পাওয়া যাবে।

OnePlus Nord 3

  • লঞ্চের সময় দাম: 34,999
  • অফারে দাম : 32,999

এই ফোনটি কোম্পানির লেটেস্ট ডিভাইস এবং এই ফোনে আপনি 50MP ক্যামেরা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ MediaTek Dimensity 9000 প্রসেসর পাবেন। এই ফোনটি Amazon Prime day সেলের প্রথমবার সেল হচ্ছে এবং ফোনটি অনেক ডিসকাউন্টে কেনা যাবে।

Lava Blaze 5G

  • লঞ্চের সময় দাম: 11,999
  • অফারে দাম: 10,499

আপনি যদি একটি লো বাজেট স্মার্টফোন কিনতে চান, তাহলে Lava Blaze 5G ফোনটি মাত্র 10,499 টাকা দামে ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এই ফোনে ইউজাররা 11 GB পর্যন্ত RAM এবং Octa Core MediaTek প্রসেসর পাবেন। ভারতে সবথেকে লো বাজেট 5G ফোন Lava Blaze 5G 6GB র‍্যামের সঙ্গে লঞ্চ হয়েছে৷

OnePlus 11 5G

  • লঞ্চের সময় দাম: 61,999
  • অফারে দাম: 55,999

OnePlus স্মার্টফোনে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। OnePlus 11 5G ফোনে 2000 ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও আপনি এক্সচেঞ্জের মাধ্যমে 6000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। এই ফোনে শক্তিশালী ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 2 প্রসেসর, 50MP রেয়ার ক্যামেরার মতো অনেক ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy M34 5G

  • লঞ্চের সময় দাম: 17,999
  • অফারে দাম : 16,999

সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy M34 5G ফোনটি মাত্র 16,999 টাকা প্রারম্ভিক দামে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনে একটি 6.46-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে 6000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ দেওয়া হয়েছে।

motorola razr 40

  • লঞ্চের সময় দাম: 59,999
  • অফারে দাম: 54,999

motorolaRazr 40 ফোনের প্রারম্ভিক দাম 54,999 টাকা। এই ফোনে Snapdragon 7 Gen 1 SoC দেওয়া হয়েছে। এই ফোনের 64MP প্রধান ক্যামেরাটি OIS এবং লেজার অটোফোকাস সাপোর্ট করে। এই ফোনে একটি 4,200mAh ব্যাটারি 30W দ্রুত ওয়্যার চার্জিং দেওয়া হয়েছে।

motorola razr 40 ultra

  • লঞ্চের সময় দাম: 85,999
  • অফারে দাম : 82,999

Razr 40 Ultra ব্যাঙ্ক অফার সহ 82,999 টাকা থেকে কেনা যাবে। এই ফ্লিপ ফোনে 6.9-ইঞ্চি FHD+ 10-বিট LTPO pOLED ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসটিতে একটি 3,800mAh ব্যাটারি রয়েছে, যা 30W ওয়্যার এবং 5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনে Snapdragon 8+ Gen 1 চিপসেট ইনস্টল করা হয়েছে।

Realme Narzo 60 5G

  • লঞ্চের সময় দাম: 17,999
  • অফারে দাম: 17,249

Realme সম্প্রতি Narzo 60 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। যার মধ্যে ইউজাররা AMOLED ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, 64 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের মতো ফিচার গুলি পাবেন।

iQOO Neo 7 Pro 5G

  • লঞ্চের সময় দাম: 33,999
  • অফারে দাম: 31,999

আপনি যদি Amazon সেল চলাকালীন iQOO-এর স্মার্টফোন কিনতে চান, তাহলে Neo 7 Pro 5G ফোনেও অনেক ডিসকাউন্ট পাবেন। এই ডিভাইসটিতে Snapdragon 8+ Gen One চিপসেট, OIS সহ 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে।

এছাড়াও Tecno, Nokia ইত্যাদি স্মার্টফোনেও দারুণ ডিল দেওয়া হচ্ছে। পাশাপাশি ICICI এবং SBI ব্যাঙ্কের অফার, নো কস্ট EMI এর মতো অপশনগুলি ফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

Smartwatch এ ডিল

সেল চলাকালীন স্মার্টওয়াচেও 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। বর্তমানে দেশে তরুণ-তরুণী সহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ স্মার্টওয়াচ ব্যবহার করছেন, এই চাহিদার কথা মাথায় রেখে স্মার্টওয়াচেও ডিল দেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্মে নয়েজ, ফায়ার বোল্ট, অ্যামাজফিটের মতো অনেক কোম্পানিতে অফার পাওয়া যাবে।

  • সেল চলাকালীন নয়েজ, ফায়ার-বোল্ট, বিট-এক্সপি AMOLED ডিসপ্লের স্মার্টওয়াচের দাম অনেক কমে যাবে। আপনি এই স্মার্টওয়াচগুলি মাত্র 1,999 টাকায় পাবেন।
  • 8 থেকে 9 হাজার টাকা দামের ঘড়িগুলি আপনারা মাত্র 2,499 টাকায় পাবেন।
  • প্রাইম ডে সেল চলাকালীন Samsung এর LTE স্মার্টওয়াচ সর্বনিম্ন দামে পাওয়া যাবে।

মোবাইল Accessories ডিল

স্মার্টফোনের পাশাপাশি মোবাইল Accessories এও 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এতে পাওয়ার ব্যাংক, হেডসেট, মোবাইল কভার, চার্জার, মোবাইল স্ক্রিন কভার, মোবাইল হোল্ডার এর মতো অনেক দুর্দান্ত প্রোডাক্ট মাত্র 600 টাকা দামের মধ্যে পাওয়া যাবে। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে এবং OTT চলছে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন ডিটেইলস

হোম ইলেকট্রনিক্স ডিল

Amazon Prime Day Sale-এ রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনে 55 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে এয়ার কন্ডিশনারগুলিতে 55 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। রান্নাঘরে ব্যবহৃত চিমনিতে 75 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দাবি করা হয়েছে। শুধু তাই নয় ডিশ ওয়াশার এবং মাইক্রোওয়েভে 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

স্মার্ট টিভিতে ডিল

2023 সালে আপনি যদি আপনার বাড়ির জন্য একটি নতুন স্মার্ট টিভি কিনতে চান, তাহলে আপনি Amazon সেল চলাকালীন একটি 4K স্মার্ট টিভি নেওয়ার জন্য 12,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন৷ শুধু তাই নয় অন্যান্য স্মার্ট টিভি ব্র্যান্ড যেমন Hisense, Toshiba, Acer এর টিভিতেও 4 বছর পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি দেওয়া হবে।

ফ্যাশন এবং বিউটি প্রোডাক্ট ডিল

Amazon Sale-এ ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টের উপর 50 থেকে 80 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই প্ল্যাটফর্মে চার লাখেরও বেশি স্টাইল প্রোডাক্ট পাওয়া যায়। যার উপর আপনি ডিসকাউন্ট পাবেন। ক্লিয়ারেন্স স্টোরগুলি 70 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে বলে দাবি করেছে। সেল চলাকালীন আপনি বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলিতেও ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে জামাকাপড়, জুতা, গয়না, ঘড়ি, ব্যাগের মতো অনেক প্রোডাক্ট রয়েছে।

রান্নাঘরের আইটেম ডিল

আপনি যদি রান্নার বাসন, ডাইনিং, মিক্সার গ্রাইন্ডার বা অন্যান্য জিনিস কিনতে চান তাহলে আপনি Prime day সেলে এগুলির উপর 70 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এছাড়াও 100 টাকা ক্যাশব্যাক এবং নো কস্ট EMI এর অপশন থাকবে। সেল চলাকালীন এই প্ল্যাটফর্মে 10 লাখেরও বেশি প্রোডাক্ট পাওয়া যাবে। যার মধ্যে 6 হাজারের বেশি প্রোডাক্টে 10 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হল OPPO A78 4G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

গ্রসারি ডিল

এই সেলের বিশেষ বিষয় হল যে আপনি যদি প্রথমবার এখান থেকে গ্রসারি অর্ডার করেন, তাহলে আপনি 250 টাকা ক্যাশব্যাক পাবেন। গ্রসারি আইটেমের ক্ষেত্রেও 50 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। প্রাইম মেম্বাররা প্রায় 2 ঘন্টার মধ্যে নির্বাচিত শহরে ডেলিভারি পাবেন। এমনকি 1,299 বা তার বেশি অর্ডারে একটি ফ্রি প্রোডাক্টও পেতে পারেন।

বই, গেম এবং খেলনা সংক্রান্ত ডিল

আপনি যদি আপনার বাচ্চাদের জন্য বা নিজের জন্য বই কিনতে চান তবে আপনি Amazon প্ল্যাটফর্মে 70 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই সেলে বইয়ের পাশাপাশি খেলনা এবং অন্যান্য অনেক ব্র্যান্ডে ডিসকাউন্ট পাবেন।

অন্যান্য অফার

Amazon প্ল্যাটফর্মে Amazon পে থেকে রিচার্জ করলে ক্যাশব্যাক অফারও দেওয়া হচ্ছে। মোবাইল রিচার্জ থেকে DTH রিচার্জ, বিদ্যুৎ বিল বা অন্য যেকোনও বিল দিলে ক্যাশব্যাক বা ভাউচার দেওয়া হবে। এছাড়াও সেল চলাকালীন ইউজারদের 2 দিনের মধ্যে ডেলিভারি এবং দীর্ঘ ওয়ারেন্টি দেওয়া হবে।

এই সেলটি 15 জুলাই মধ্যরাত 12:00 থেকে 16 জুলাই মধ্যরাত 12:00 পর্যন্ত চলবে। এছাড়াও শুধুমাত্র Amazon প্রাইম মেম্বাররা এই সেলে অংশ নিতে পারবেন। অর্থাৎ প্রাইম মেম্বারশিপ না থাকলে এই সেলের সুবিধা পাবেন না। আরও পড়ুন: BSNL এর খারাপ দিন যেন কিছুতেই শেষ হচ্ছে না! আম্বানির Jio কি এর প্রধান কারণ?

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here